For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

তিন দফা দাবিকে অনড় শিক্ষার্ধীরা

Published : Saturday, 2 September, 2023 at 4:52 PM Count : 115

সাবেক ছাত্রলীগ নেতার সজল কুমার ঘোষের বিরুদ্ধে ইন্সটিটিউট অব হেলথ অব টেকনোলজি (আইএইচটি) শিক্ষার্থীরা তিনদফা দাবিতে অনড়।
 
শনিবার বিকাল ৩ টা থেকে আবারও সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। 

সজল ঘোষের বিচার, অধ্যক্ষের অপসারণ এবং এর সাথে জড়িদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা।

এ দিকে সাবেক ছাত্রলীগ নেতার সজল ঘোষের বিরুদ্ধে ইন্সটিটিউট অব হেলথ অব টেকনোলজি (আইএইচটি) তৃতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার হোসেন বাদি হয়ে শনিবার (২ সেপ্টেম্বর) বগুড়া সদর থানায় মামলা করেছেন। ইতমধ্যে আইএইচটি হোষ্টেলের সজল ঘোষের ২১৮ নাম্বার রুমের ভেতরে শিক্ষাথীদের দিয়ে হাত-পা ম্যাসেজ করার ভিডিও ভাইরাল হয়েছে। শিক্ষাথীরা হোষ্টেলের ২১৮ নম্বর রুমের নাম দিয়েছে সজলের টর্চার সেল। সজলের অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গেলেও সারা বছর সজলের ভয়ে তটস্থ শিক্ষাথীরা। তার কথা না শুনলে খড়গ কৃপান নেমে আসার ভয়ে  সজলের সব রকম কাজ করতো হতো শিক্ষার্থীদের। হাত-পা মালিস, গোসল করে দেয়া, মুখর সিগারেট জ্বালিয়ে দেয়া, এর সাথে চাঁদাবাজি করা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার এমন অভিযোগ শিক্ষার্থীদের। 

শিক্ষার্থীদের দাবি, সজলের চাঁদাবাজি অর্থ যেত অধ্যক্ষসহ কয়েক জনের কাছে।
ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষে শাহরিয়ার হোসেন শনিবার  বগুড়া সদর থানায় অভিযোগ করেন, আইএইচটি কলেজের  ক্যাম্পাসের হোষ্টেলের ২১৮ নাম্বার রুমে বহিরাগত সজল কুমার ঘোষ দীর্ঘদিন যাবত হোস্টেলে অবস্থান করে চাঁদাবাজি করে আসছে। গত ২৪ আগষ্ট রাত ৯টায় তাকে (শাহরিয়ার হোসেন) ক্যাম্পাসের হোস্টেলে সজলের ২১৮ নাম্বর রুমে (অপরাধের আস্তানা) আটকে রেখে ১ লাখ টাকা চাঁদা দাবী করে। অন্যথায় মামলার বাদি শাহরিয়ারকে হোস্টেলে থাকতে দেবে না। এমনকি পড়াশুনা করতে দেবে না বলে হুমকি দেয়। তাকে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সজল  কুমার এলোপাথাড়ি কিল ঘুষি মারতে থাকে। এক সময়  পিস্তল বের করে শাহরিয়ারকে হত্যার হুমকিও দেয়। 

শাহরিয়ারের চিৎকার শুনে হোস্টেলের ১০ জন শিক্ষাথী ছুটে এসে তাকে রক্ষা করে। এছাড়া তার বিরুদ্ধ আরো অভিযোগ ইতমধ্যে খবরের কাগজে ছাপা হয়েছে। 

এসবের সুষ্ঠু বিচার চেয়ে শনিবার বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন শাহরিয়ার হোসেন।

এ দিকে আইএইচটির অধ্যক্ষ জানান, তার অফিস রুমে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দিয়েছে। সজল ঘোষকে তিনি চেনেন না। কিন্তু তার অফিস রুমে সজল ঘোষকে মিষ্টি মুখ করার ছবি সামজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেক শিক্ষার্থীরা তাকে জন্মদিনে বা নানা অনুষ্ঠানে মিষ্টি খওয়াতে আসে। সজল এতোদিন হোস্টেলে নানা অপরাধ করছে এর দায় কি অধ্যক্ষের নয়? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হোষ্টেলের শিক্ষার্থীদের ৫ সদস্য বিশিষ্ট কমিটি আছে। তারা বিষয়টি দেখে থাকেন। তিনি ৫ দিন ছুটিতে আছেন বলে জানান। 

তিনি বলেন, বিষয়টি জেলা বিএমএ ও স্বাচিব দেখছে। 

এদিকে জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ও স্বাচিবের সভাপতি এবং শজিমেক এর অধ্যক্ষ প্রফেসর ডা: রেজাউল আলম জুয়েল জানান, এটা স্বাচিব ও বিএমএ‘র দেখার বিষয় নয়। আইন প্রয়োগকারি সংস্থা বিষয়টি তদন্ত করে বের করবেন। দোষী ব্যক্তির শাস্তি দাবি করেছেন জেলা বিএমএ সাধারণ সম্পাদক।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি স্বারকলিপি তার কাছে দেয়া হয়েছে। বিষয়টির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবে আইন প্রয়োগকারি সংস্থা। তারা তিন দফা দাবি পেশ করেছেন।

এ/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,