For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

তিন কোটি টাকার চাল 'গায়েব', খাদ্য কর্মকর্তা আটক

Published : Sunday, 6 October, 2024 at 5:30 PM Count : 18

লালমনিরহাটে প্রায় ৩ কোটি টাকার সরকারি চাল আত্মসাতের অভিযোগে করা মামলায় কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলমকে আটক করেছেন পুলিশ। 

শনিবার (৫ অক্টোবর) বিকেলে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া দিয়ে সীমান্তে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

এর আগে, এ ঘটনায় শুক্রবার কালীগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা এনামুল হক বাদি হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এছাড়াও এই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। 

জানা গেছে, ২৫০ মেট্রিক টন সরকারি চাল গায়েব হওয়ার পর লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে সরকারি চাল পাচারকালে সাড়ে ৫৪ মেট্রিক টন চালসহ একটি ট্রাক জব্দ করা হয়। তবে এই ঘটনায় ট্রাকচালক ও তার সহযোগীকে (হেলপার) ছেড়ে দেয়া হয়। এরপর শুক্রবার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার তুষভান্ডার রওশন ফিলিং স্টেশনের পাশে স্থানীয়রা ট্রাক আটক করেন। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম ট্রাকসহ সরকারি চাল জব্দ করেন।
এর আগে, গত বৃহস্পতিবার ভোর রাতে প্রায় ৩ কোটি টাকার অর্থাৎ ২৫০ মেট্রিকটন সরকারি চাল নিয়ে উপজেলার ভোটমারী খাদ্য গুদাম খাদ্য পরিদর্শক (গুদাম কর্মকর্তা) ফেরদৌস আলম লাপাত্তা হন। পরদিন শুক্রবার বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক অভিযানে গুদাম সিলগালা করা হয় এবং দুপুরে সুকানদিঘী এলাকার চালকল মালিক একরামুল হকের চাতাল থেকে ৩০ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়। রাতে আবারও অভিযান চালিয়ে ট্রাকবোঝাই সাড়ে ২৪ মেট্রিকটন চাল উদ্ধার করে প্রশাসন।

স্থানীয়রা জানান, কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্যগুদামের কর্মকর্তা খাদ্য পরিদর্শক (ওসি এলএসডি) ফেরদৌস আলম গত বৃহস্পতিবার ভোর রাতে ২৫টি ট্রলিতে করে গুদাম থেকে চাল সরিয়ে ফেলেন। যার মূল্য তিন কোটি টাকা। পরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শুক্রবার গুদামে অভিযান পরিচালনা শুরু করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহির ইমাম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম জানান, মামলা হওয়ার পর ভোটমারী খাদ্য গুদামের পরিদর্শক ফেরদৌস আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও দুদকে একটি মামলা দায়ের করা হবে। এছাড়াও যাদের গুদামে সরকারি চাল ও খালি বস্তা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,