For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ফার্মাসিষ্টই রোগীদের একমাত্র ভরসা

Published : Saturday, 23 October, 2021 at 3:16 PM Count : 479

বাংলাদেশ রেলওয়ের বৃহত্তম চার লাইনের জংশন দিনাজপুরেপার্বতীপুর রেলওয়ে জংশন। পশ্চিম জোনের একমাত্র কেন্দ্রীয় লোকোমটিভ কারখানা (কেলোকা) ছাড়াও ক্যারেজ এন্ড ওয়াগন ডিপো, রানিং লোকো সেড, রেল হেড অয়েল ডিপোসহ ডিজেল ওয়ার্কশপের অবস্থান পার্বতীপুরে।

এখানে কর্মরত বিভিন্ন দপ্তরের রেল কর্মকর্তা, শ্রমিক কর্মচারীসহ প্রায় ১৫ হাজার রেল পরিবারের সদস্যের চিকিৎসা সেবার বিপরীতে পার্বতীপুরে চিকিৎসা জন্য রয়েছে ১৬ শয্যা বিশিষ্ট একটি মাত্র রেলওয়ে হাসপাতাল। তবে নানা সংকটের মুখে নিজেই অসুস্থ্য হয়ে পড়েছে হাসপাতালটি। 

রেলওয়ের সংশ্লিষ্টদের জন্য নির্ধারিত হাসপাতালটিতে চিকিৎসকের পদ শুণ্য থাকায় প্রতিনিয়তই ব্যহত হচ্ছে স্বাস্থ্য সেবা। এতে প্রাইভেট ক্লিনিক কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন হাসপাতালের সুবিধা ভোগী এসব রেল কর্মচারীরা। দীর্ঘদিন যাবত চিকিৎসক না থাকায় বহিরাগত রোগীদের একমাত্র ভরসা ফার্মাসিস্ট। প্রাথমিক চিকিৎসা শেষে রোগীদের প্রয়োজনীয় ওষুধ দেন তিনি। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমলে নির্মিত পার্বতীপুর রেলওয়ে হাসপাতালে মঞ্জুরীকৃত পদে সহকারী বিভাগীয় মেডিকেল অফিসার একজন, সহকারী সার্জন দু'জন, ফার্মাসিস্ট দু'জন, সিস্টার ইনচার্জ একজন, সিনিয়র নার্স তিন জন, জুনিয়র নার্স একজন, ড্রেসার একজন, ওয়ার্ড এটেনডেন্ড ছয় জন, ওষুধ ক্যারিয়ার (এমসি) একজন, বাবুর্চি একজন, মশালাচি একজন, আয়া দু'জন, নিরাপত্তা প্রহরী দু'জন, পরিচ্ছন্নকর্মী পাঁচ জন কর্মরত থাকার কথা। 
তবে, ১৪টি পদে ২৯ জনের বিপরীতে একজন ফার্মাসিষ্ট, একজন সিস্টার ইনচার্জ, দু'জন সিনিয়র নার্স, একজন জুনিয়র নার্স, একজন ড্রেসার, একজন ওয়ার্ড এটেনডেন্ড, একজন ওষুধ ক্যারিয়ার, একজন আয়া ও চার জন পরিচ্ছন্নকর্মীসহ ১৩ জন লোকবল নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এ হাসপাতালের কার্যক্রম। 

এদিকে, নিরাপত্তা প্রহরীর মঞ্জুরীকৃত দুটি পদ শুন্য থাকায় হাসপাতালের ওষুধ ও মূল্যবান চিকিৎসা উপকরণ যেকোনো সময় চুরির আশংকা রয়েছে।

অসুস্থ মায়ের চিকিৎসা নিতে আসা রেলওয়ে পরিবারের সদস্য জাকির হোসেন বলেন, চিকিৎসক দেখাতে অসুস্থ্য মা কে নিয়ে আসছি। কিন্তু দীর্ঘদিন যাবৎ চিকিৎসক না থাকায় আমার মত অনেকে এভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। চিকিৎসক না থাকায় হাসপাতাল থাকার পরও বাধ্য হয়ে ক্লিনিকে পাঁচশ’ টাকা ফি দিয়ে ডাক্তার দেখাতে হচ্ছে। স্থায়ী চিকিৎসক নিয়োগসহ সকল সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

সেবা নিতে আসা রেল কর্মচারী আব্দুল আলিম বলেন, আগে হাসপাতালে নিয়মিত চিকিৎসক আসতেন। পরিবারের কেউ অসুস্থ্য হলে এখানেই ভর্তি করাতাম। এখন চিকিৎসক নেই। আগের মতো সেবা পাই না। গুরুতর অসুস্থ্য কাউকে এখানে আনলে বাইরে পাঠায় তারা। 

রাবেয়া বাসরী নামে আরেকজন বলেন, আমার বাবা আব্দুর রহমান ক্যারেজে চাকরি করতেন। আগে হাসপাতালের চিকিৎসা সেবার পাশাপাশি চারপাশে ফুলের গাছ, ঝর্ণার পানিতে মাছসহ নয়নাভীরাম পরিবেশ ছিল। এখন সবই স্মৃতি। 

ফার্মাসিস্ট আব্দুল্লাহ আল মামুন বলেন, পার্বতীপুরে কর্মরত রেল কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই হাসপাতালটি স্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় রয়েছে একটি সরকারি ফার্মেসী। কেলোকায় কর্মরত ছাড়া তাদের পরিবারসহ প্রায় পাঁচ-ছয়শ' মানুষ প্রতি মাসে এ হাসপাতাল থেকে স্বাস্থ্য সেবা নিয়ে থাকে। দীর্ঘদিন যাবৎ এখানে স্থায়ী কোন চিকিৎসক না থাকায় বাধ্য হয়েই তারা বাইরে যাচ্ছেন। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, ব্যথা, আহতসহ বিভিন্ন রোগের ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ করা হয়ে থাকে। ওষুধ থাকলেও রোগ নির্ণয়ের জন্য তাদের বাইরে চিকিৎসক দেখাতে হয়। এক সময় হাসপাতালে অপারেশন থিয়েটার থাকলেও বর্তমানে প্রয়োজনীয় লোকবল ও চিকিৎসা উপকরণের অভাবে দীর্ঘ কয়েক যুগ যাবৎ তা নেই। ফলে গুরুতর রোগী এলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা রংপুর মেডিকেলত কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লালমনিরহাট বিভাগের বিভাগীয় মেডিকেল অফিসার আনিসুল হক বলেন, জনবল সংকটের কারণে পার্বতীপুর রেলওয়ে হাসপাতালে তিন জন চিকিৎসকের বিপরীতে একজনও নেই। এছাড়াও রেলওয়ে ভবনের এডিজিআরএস’র তত্বাবধানে পরিচালিত পার্বতীপুর লোকোমোটিভ কারখানার হাসপাতালটিতেও একই অবস্থা। গুরুতর কোন বিষয় হলে ফার্মাসিষ্টরা আমাকে ফোন দিয়ে অনলাইনেই পরামর্শ নেন। সে অনুযায়ী রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। 

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,