For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

আজ কবি ও নাট্যকার অভীক ওসমানের জন্মদিন

Published : Sunday, 27 June, 2021 at 7:59 PM Count : 99

আজ ২৮ জুন কবিনাট্যকার অভীক ওসমানের জন্মদিন। ১৯৫৬ সালের এই দিনে চট্টগ্রামের চন্দনাইশের বরমায় জন্মগ্রহণ করেন তিনি।

অভীক ওসমান দেশ কৃষ্টি গ্রন্থ বিরোধী আন্দোলনসহ একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। সত্তর দশকের তুখোড় ছাত্রনেতা শিক্ষকতা দিয়ে তার কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে চিটাগাং চেম্বার সচিবালয়ে সচিব ও প্রধান নির্বাহী হিসেবে তিন দশক দায়িত্ব পালন করেন। এই সময় নির্বাহী হিসেবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণ, সিআইটিএফ আয়োজনসহ আর এন্ড ডি, পি আর এন্ড পাবলিকেশন্সে নতুন মাত্রা যুক্ত করেন।

চেম্বারে তিনি জার্মান প্রকল্পসমূহ, ওয়ার্ল্ড ব্যাংক, নেদারল্যান্ডস-এর পাম ইত্যাদি প্রকল্পের প্রধান ছিলেন। তাছাড়া জাপান, আমেরিকাসহ এশিয়ার দেশসমূহে বিভিন্ন ফেলোশীপ নিয়ে ম্যানেজমেন্ট, ইনফরমেশন ডিসিমিনেশন, মানবসম্পদ ইত্যাদির উপর বিভিন্ন কোর্স সম্পন্ন করেন। একই সময় ক্ষুদ্র ও মাঝারি নারী শিল্প উদ্যোক্তাদের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

অভীক ওসমান বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অতিথি শিক্ষক ও জিপিএইচ ইস্পাতের মিডিয়া এডভাইজর হিসেবে কর্মরত আছেন।
গদ্য, গবেষণা, মুক্তিযুদ্ধ, মনিষীদের জীবন ও কর্ম সম্পাদনাসহ নাটক, কবিতা নিয়ে তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১৮।

বর্তমানে তিনি নিওনরমাল ইকোনমি, একবিংশের বৈশ্বিক ও সামগ্রিক অর্থনীতির ওপর লেখালেখি করছেন। তিনি চবি নাট্যকলা বিভাগ, চসিক সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন পদক ও সন্মাননায় ভূষিত হয়েছেন।

অতিমারীর সময় তিনি সবার সুরক্ষা ও সুস্বাস্থ্য ও নিজের জন্য দোয়া কামনা করেছেন।

-এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,