For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ফের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হল থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Published : Sunday, 27 June, 2021 at 8:32 PM Count : 150

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের পাঁচ তলা থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। 

রোববার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুবির মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান এ তথ্য জানান।

জানা যায়, করোনায় দীর্ঘদিন বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলার প্রস্তুতি হিসেবে বিশেষ প্রকল্পের আওতায় হলটিতে সংস্কার কাজ চলছে। 
তবে সংস্কার কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান সুরাইয়া এন্টারপ্রাইজের পক্ষ থেকে তেমন কোনো নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করতে হচ্ছে বলে দাবি করেন একাধিক শ্রমিক।

সুরাইয়া এন্টারপ্রাইজের মালিক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর ফজল খান বলেন, যিনি মারা গিয়েছেন তিনি ভুলবশত ভাল করে বেল্ট লাগায়নি। তাই পড়ে গিয়ে এমন দুর্ঘটনা ঘটেছে। আমরা অবশ্যই তার পরিবারকে আর্থিক সহায়তা করব। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস. এম. শহিদুল হাসান ও প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল লতিফকে বারবার ফোন দেয়া হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ জুলহাস মিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ে কাজ করছে এরকম বেশিরভাগ ঠিকাদারি প্রতিষ্ঠান আধুনিক যন্ত্রপাতি ব্যবহার না করে ঝুঁকি নিয়েই শ্রমিকদের দিয়ে কাজ করায়। তাই প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, পূর্ণ নিরাপত্তা বেষ্টনির অভাব ও মাঝে মাঝে শ্রমিকদেরও বেখেয়াল হওয়ায় এমন দুর্ঘটনা ঘটে। আজকের এ ঘটনায় সম্পূর্ণ দায় ঠিকাদারি প্রতিষ্ঠানের।

প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন নির্মাণাধীন ভবন থেকে শ্রমিক পড়ে গিয়ে আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। বারবার এরকম দুর্ঘটনার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকাকেই দায়ী করছেন অনেক।

-এসবি/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,