For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রায়পুর পৌরসভায় বিশুদ্ধ পানির হাহাকার

Published : Wednesday, 21 April, 2021 at 5:55 PM Count : 709

লক্ষ্মীপুরেরায়পুর পৌরসভায় বসবাসকারী প্রায় ৬০ হাজার মানুষের পানির কষ্ট যেন কাটছেই না। গত এক বছর ধরে এখানে বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে। 

বর্তমানে গরম বাড়ার সঙ্গে সঙ্গে চলছে রমযান। এতে পৌরসভায় বসবাসকারী পরিবারগুলোকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এছাড়াও, শহরের ১, ৩, ৫, ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের গ্রাহকদের সাপ্লাইয়ের পানির সমস্যা প্রকট আকার ধারণ করেছে। হোটেল-রেস্তোরায় লোকজন বাধ্য হয়ে আর্সেনিকযুক্ত পানি পান করছেন। অনেক পরিবার মিনারেল ওয়াটার কিনে পানির চাহিদা মেটাচ্ছেন প্রায় বছরের পর বছর ধরে। অথচ সরবরাহকৃত পানি না দিলেও মাস শেষে পানির বিল পরিশোধের কাগজ দিয়ে যাচ্ছে বাড়ি বাড়ি। 

এ অবস্থা চলতে থাকলে ক্ষুদ্ধ পৌরবাসী আন্দোলনে রাস্তায় নামার আশংকা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রায়পুর পৌর এলাকার প্রায় ৬০ হাজার মানুষের প্রতিদিন ২৫ লাখ লিটার পানির চাহিদা রয়েছে। এতে শহরে পানির সংকট তীব্র আকার ধারণ করেছে।

পৌরসভার পানি শাখা সূত্রে জানা যায়, গড়ে সাত লক্ষ লিটার পানি ধারণ ক্ষমতাসম্পন্ন একটি ট্যাংক রয়েছে। যেখানে দুই হাজার দুইশ বাড়ির সংযোগের বিপরীতে প্রতিদিন ১৫ লক্ষ লিটারের বেশি পানি উঠানো হয়, তাও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ থাকলে। কিন্তু বাকি ১০ লক্ষ লিটার পানির চাহিদা পূরণ না করেই রায়পুর পৌরসভা প্রত্যেক বাড়ির সংযোগের সঙ্গে সঙ্গে ভাড়াটিয়া/ ফ্লোর হিসেব করে বছরের পর বছর বিল আদায় করে যাচ্ছে। 
 
শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা ডা. মিজানুর রহমান বলেন, পানি সংকটের কারণে গত দুই বছর যাবৎ কষ্ট হচ্ছে। পৌরসভার মেয়রসহ সকলকে অনুরোধ করেও কোন সুরাহা হচ্ছে না। 

রায়পুর বাজারের পোল্ট্রি ব্যবসায়ী মিজান বলেন, প্রায় এক কিলোমিটার দূর থেকে টিউবওয়েলের পানি এনে ব্রয়লার মুরগীকে খাওয়াতে হয়। গরম বাড়ার সঙ্গে সঙ্গে এ সমস্যা আরও তীব্র আকার ধারণ করছে। 

রায়পুর সাংবাদিক সমিতির সিনিয়র সহ সভাপতি আজম খান পৌরসভার পানি সাপ্লাই নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌরসভার বর্তমান মেয়র দায়িত্বকালে কোন উন্নয়নই করেননি। প্রতি মাসে ভাড়াটিয়া বাবদও বাড়িওয়ালাদের থেকে পানি সরবরাহ না করেই পানির বিল আদায় করা হয়। পানি শাখার কর্মচারীদের পানি দিচ্ছে না কেন প্রশ্ন করলেই জানান, অফিসে যোগাযোগ করেন। অফিসে যোগাযোগ করলে জানায় মেয়রের সঙ্গে কথা বলেন। এভাবেই চলছে পানি সরবারহ। এটি প্রথম শ্রেণীর একটি পৌরসভার পানি সরবারহের চলমান অবস্থা।

রায়পুর পৌরসভার পানি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাউছার মোল্লা পৌরসভার পানি সরবরাহে গ্রাহকেদের ভোগান্তির কথা, বিদ্যুৎ সমস্যা, কারিগরি কিছু সমস্যা ও চাহিদার তুলনায় সরবারহ অপ্রতুলতার বিষয় স্বীকার করেন। 

পানির মিটার ব্যাতিত পানির বিল গ্রাহকদের কেন দেয়া হচ্ছে এমন প্রশ্নের কোন সদুত্তর তিনি দিতে পারেননি। এ বিষয়ে মেয়রের সঙ্গে কথা বলার অনুরোধ জানান। 

রায়পুর পৌরসভার নবনির্বাচিত মেয়র গিয়াসউদ্দীন রুবেল ভাট বলেন, গ্রাহক বাড়লেও পানি সরবরাহের সঞ্চালন লাইন সংস্কার  ও জলাধার সঠিক সময়ে নির্মাণ হয়নি, তাই এই সমস্যা। 

দায়িত্ব পেলে সর্বপ্রথম পানির সমস্যা সমাধানে রায়পুর পৌরবাসীর কষ্ট লাঘবে সচেষ্ট থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 

পানি সংকট নিয়ে আশার বাণী সেই পুরানো রায়পুর পৌরসভার মেয়র হাজী ইসমাইল খোকনের মুখে। 

তিনি অবশ্য পৌরবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, নতুন বাজারে নতুন একটি জলাধার নির্মাণ হয়েছে। সেটি দায়িত্ব হস্তান্তর করেনি ঠিকাদার। সেটি চালু হলেই সমস্যা সমাধান হবে। 

তবে কবে নাগাদ সেটি চালু হবে তা তিনি বলতে পারেননি। 

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,