For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

মাদারীপুরের ১০ কিলোমিটারের ৬ কিলোমিটারই ঝুঁকিপূর্ণ

Published : Tuesday, 9 March, 2021 at 12:43 PM Count : 180

মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের মস্তফাপুর থেকে আচমত আলী খান সেতু পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তাটি শহরের ব্যস্ততম মহাসড়ক। সকাল থেকে মধ্য রাত অবধি অবিরাম গতিতে যানবহন চলাচল করায় সব সময়ই ব্যস্ত থাকে এ মহাসড়কটি। 

মহাসড়কের এই ১০ কিলোমিটারের মধ্যে ৬ কিলোমিটারই এখন ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শহরের পোস্ট অফিস মোড়, শিল্পকলা একাডেমীর মোড়, চিলড্রেন গ্রেস স্কুল জেলা প্রশাসকের বাসভবনের সামনে ও অফিস স্বাধীনতা অঙ্গণ, ইটেরপুল প্রতি মুহুর্তেই থাকে ঝুঁকিপূর্ণ। ফলে এসব স্থান এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। 

পথচারী ও স্থানীয়দের অভিযোগ, গতিরোধক ব্যবস্থা ও জ্রেবা ক্রসিং অপ্রতুল থাকায় প্রতিনিয়ত দুঘর্টনার ঝুঁকি থাকছে। এ সড়কে সাম্প্রতিককালে বেশ কয়েকটি প্রাণহানীর ঘটনাও ঘটছে।

মাদারীপুর শহরের ওপর দিয়ে চলে গেছে খুলনা-মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর-চট্টগ্রাম মহাসড়ক। যে কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বৃদ্ধি ও গতিশীলতা পাওয়ায় মাদারীপুর শহরের এ মহাসড়কটি ব্যস্ততম সড়কে পরিণত হয়েছে। প্রায়ই এখানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা ঘটলেও নেয়া হয়নি তেমন কোন প্রতিরোধকমূলক ব্যবস্থা। 
মাদারীপুর শহরের উপর চলে যাওয়া মহাসড়ক ও সড়কগুলোতে জেব্রা ক্রসিং নেই বললেই চলে। যাও আছে তা প্রয়োজনের তুলনায় অতি নগন্য। নেই গতিরোধক ব্যবস্থা। ফলে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক, মহাসড়ক পারাপার হচ্ছেন শিক্ষার্থী ও সাধারণ পথচারী।

শহরের কলেজ রোড মোড়, নিরাময় (প্রা.) হাসপাতাল, সদর হাসপাতাল, প্রেস ক্লাব, বটতলা মোড়, মিলন সিনেমা সড়ক, সরকারি সুফিয়া মহিলা কলেজ, দরগাহ শরীফ, কুলপদ্দি চৌরাস্তা মোড়, পানিছত্র, চিলডেন গ্রেস স্কুল মোড়, সদর থানার মোড়, ইটেরপুল, তরমুগরিয়া বালুঘাট এলাকাসহ বিভিন্ন জনবহুল এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠাগুলোর সামনে জেব্রা ক্রসিং ও পুরান বাজার, চরমুগরিয়া বাজার, সামসুন্নাহার ভূঁইয়া বালিকা বিদ্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত পরিমাণ গতিরোধক নির্মাণ করা জরুরী বলে ভুক্তভোগীরা মনে করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, টেনিস ক্লাবসহ কিছু সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ও জনবহুল এলাকায় শুধু সাদা রং দেওয়া  রয়েছে। কিন্তু গতিরোধক নেই। শহরের সরকারি ডনোভান বালিকা বিদ্যালয়, মাদারীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি নাজিউদ্দিন কলেজ, চরমুগরিয়া কলেজ, শহরের খ্যাতনামা চিলডেন গ্রেস স্কুলসহ অধিকাংশ স্কুল কলেজের সামনে, যুব উন্নয়ন অধিদপ্তরের সামনের রাস্তায় নেই গতিরোধক ও জেব্রা ক্রসিং। জনসমাগমস্থল এলাকাগুলোতেও জেব্রা ক্রসিং, গতিরোধক না থাকায় এসব স্থান এখন মৃত্যু ফাঁদ। তাই পথচারীদের এলোমেলো ভাবে যানবাহনের ফাঁকে ঝুঁকি নিয়েই সড়ক পারাপার হতে হয়।

তবে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী মো. রফিকুল ইসলাম প্রকৌশলী বলেন, খুলনা থেকে মাদারীপুর শহরের উপর দিয়ে যে মহাসড়কটি চট্টগ্রাম চলে গেছে, এ মহাসড়কের কিছু স্থানে জ্রেবা ক্রসিং ও গতিরোধক ব্যবস্থা আছে। তবে যেসব স্থানে সাদা দাগ মুছে গেছে, সেসব স্থানে জরুরী ভিত্তিতে দরকার সেখানে জেব্রা ক্রসিং ও গতিরোধক ব্যবস্থা নেয়া হবে। দুর্ঘটনারোধে চালক ও পথচারীদের সচেতন হওয়া জরুরী।

এ বিষয়ে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, শহরের মধ্যে দিয়ে যাওয়া মহাসড়কটি সত্যিই ঝুঁকিপূর্ণ। বাইপাস সড়ক নির্মাণে প্রশাসনের পক্ষ থেকে সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রস্তাবনা দেয়া হয়েছে। 

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,