For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

নিষিদ্ধ জালে নদী ও চরাঞ্চলের জীব বৈচিত্র হুমকিতে

Published : Tuesday, 5 January, 2021 at 11:27 AM Count : 254

নিষিদ্ধ চরঘেরা জাল, পাই জাল, বেহুন্দি জালসহ মশারি জালে ভোলাচরফ্যাশনেমেঘনা ও সাগর উপকূলের জীব বৈচিত্র হুমকিতে রয়েছে। কারেন্ট জাল বেহুন্দি জাল ও চরঘেরা জালে ভরসা করেই মাছ শিকারে চরাঞ্চলসহ নদী ও সমুদ্রে যাচ্ছেন জেলেরা। 

আর এ নিষিদ্ধ জাল দিয়েই লাখ লাখ মিটার জাল পেতে নদীতে অবাধে মৎস্য শিকার করছে হাজার, হাজার জেলে। প্রশাসন প্রতি সপ্তাহে নিষিদ্ধ এ জালসহ ট্রলার আটক করলেও নিষিদ্ধ এ জালে মৎস্য শিকার থামছে না কিছুতেই। ফলে নিষিদ্ধ এসব জালে প্রতিদিন আটকা পড়ছে হাজার হাজার মণ জাটকা ইলিশসহ নানান ধরনের ছোট বড় মাছ।

এছাড়াও, পোয়া, কোড়াল, ছুররা ও পাঙ্গাশ মাছের পোনাও ধরছে এসব অবৈধ জাল ব্যবহারকারী জেলেরা। পাই জাল ও চরঘেরা মশারী জালের ফাঁদে নির্বিচারে মারা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছের কোটি কোটি রেনু পোনাসহ জলজ প্রাণী ও উদ্ভিদ।

পরিবেশবিদরা বলছেন, এমন অবস্থা চলতে থাকলে হুমকির মুখে পড়বে জীব বৈচিত্র। 
অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী মৎস্য ব্যবসায়ীদের মদদে এসব অসাধু জেলেরা নিষিদ্ধ এসব জাল দিয়ে মৎস্য শিকার করছেন। এছাড়াও চরফ্যাশনের চরমানিকা কোস্টগার্ডের ট্রলারের মাঝি হেলালের নেতৃত্বে প্রত্যেক ট্রলার ও জেলেদের থেকে সাপ্তাহিক ও মাসিক চাঁদা কালেকশনের ভাগ বাটোয়ারায় জেলেরা নদী ও চর চরাঞ্চলে এসব অবৈধ জাল ব্যবহার করছে। তার ইশারায় ইলিশ মৌসুম ছাড়াও জাটকা অবাধে শিকার করছে জেলেরা।

এছাড়াও, কোস্টগার্ডের ট্রলারের মাঝি হেলালকে চাঁদা না দিলে জেলে ও মাঝি-মাল্লাদের নানা হুমকি ধামকি দেয় বলেও নাম প্রকাশে অনিচ্ছুক জেলেরা অভিযোগ করেন। 

চরফ্যাশন কোস্টগার্ড অফিস সংলগ্ন চর কচ্ছইপ্পা মৎস্য ঘাটেও প্রশাসনের সম্মুখেই নিষিদ্ধ এ জাল বোনাসহ ট্রলারে জাল বহন করে নদী, সমুদ্রসহ চরাঞ্চলেও যাচ্ছেন জেলেরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, 'মাঝি হেলালের বিরুদ্ধে মাসিক আইন-শৃঙ্খলার মিটিংয়ে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট দপ্তর তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে।'

কোস্টগার্ড চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার আবদুল মজিদ বলেন, 'জেলেদের সচেতন হওয়া জরুরি, তা না হলে কোস্টগার্ডের একার পক্ষে নদী থেকে নিষিদ্ধ এ জাল মুক্ত করা কঠিন হয়ে পড়বে। কোস্টগার্ড প্রতিদিন এসব নিষিদ্ধ কারেন্ট জালসহ বেহুন্দি ও চরঘেরা জাল লাখ লাখ মিটার আটক করে পুড়িয়ে ফেলছে। সেই সঙ্গে আটক করা হচ্ছে ট্রলার। তবুও এ নিষিদ্ধ জাল মুক্ত করা সম্ভব হচ্ছে না।'

উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, 'সোমবার অভিযান চালিয়ে চর হাসিনায় ২১টি বেহুন্দি জাল আটক করা হয়েছে। ডিসেম্বর মাসে ১২০টি বেহুন্দি জাল, দুটি পাই জাল, ৪ হাজার মিটার চরঘেরা জাল এবং ১৯টি মশারি জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়েছে। নভেম্বর থেকে জানুয়ারী পর্যন্ত এসব জাল ব্যবহারের আধিক্য বেশি থাকায় এ অভিযান চলমান থাকবে।'

-এমএ                                                                                                                                                                   


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,