For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

শিশুর উপর দিয়ে গেল ট্রেন, কপালজোরে প্রাণরক্ষা!

Published : Thursday, 22 November, 2018 at 2:12 PM Count : 470
























অলৌকিকভাবে প্লাটফর্ম থেকে রেললাইনে পড়েও বেচে গেল এক শিশু। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মথুরা স্টেশনে। 


রেলস্টেশনে জনতার ভীড়। সবাই দাড়িয়ে দৃশটি দেখছিল, কিন্তু কারো কিছুই করার নেই। তারপরও 'রাখে আল্লাহ মারে কে' ? সেটাই ঘটলো ট্রেন থেকে পড়ে যাওয়া এক বছরের শিশুর সাথে। শিশুটির পা রেলের ফাঁকে আটকে গেল, প্রায় গা ছুঁয়ে চলে গেল ট্রেন, সে রয়ে গেল অক্ষত।

ঘটনাটির ভিডিও ধারণ করেন কেউ একজন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওটিতে শিশুটি কীভাবে রেললাইনের ওপর পড়ে যায়, তা দেখা যায়নি। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, এক বছর বয়সী মেয়েশিশুটি মায়ের হাত গলে প্ল্যাটফর্মের ঠিক নিচে রেললাইনের ওপর পড়ে যায়। এর পাশেই আরেকটি চওড়া রেললাইন দিয়ে ছুটে যায় যাত্রীবাহী ট্রেন। এটি না যাওয়া পর্যন্ত বোঝার উপায় ছিল না—শিশুটির কী হয়েছে। সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন জানায়, শিশুটির মা-বাবার মধ্যে ঝগড়া চলছিল। একপর্যায়ে মাকে ধাক্কা দেন বাবা, কোল থেকে পড়ে যায় শিশুটি।
ছবি সংগৃহীত
ভিডিওতে দেখা যায়, সরু রেললাইনের মাঝে সোজা হয়ে শুয়ে আছে শিশু, তার পাশের লাইনের ওপর দিয়ে চলে যাচ্ছে একটি ট্রেন। সবাই দেখতে পাচ্ছে কী ঘটতে যাচ্ছে, অথচ কিছুই করার উপায় নেই। ভয়াবহ কিছু দেখার আশঙ্কায় রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে সবাই।

ট্রেন চলে যাওয়ার পর রেললাইন থেকে শিশুটিকে তুলে আনেন এক যুবক। ছবিটি বিবিসির ভিডিও থেকে নেওয়াট্রেন চলে যাওয়ার পর রেললাইন থেকে শিশুটিকে তুলে আনেন এক যুবক। ছবিটি বিবিসির ভিডিও থেকে নেওয়াট্রেনটি চলে যাওয়ার পর প্ল্যাটফর্ম থেকে লাফ দিয়ে নিচে নেমে এক যুবক শিশুটিকে তুলে আনেন। দেখা যায়, পুরোপুরি অক্ষত সে। পরিবারের সদস্যের কোলে গিয়ে তারস্বরে চিৎকার করে কাঁদছে। আশপাশের লোকজনের মুখে স্বস্তির হাসি। পরিবারটির পরিচয় এখনো জানা যায়নি।

আরইউ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,