একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে জয়লাভ করে চতুর্থ বারের মত প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড গড়তে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী সভাপতি শেখ হাসিনা। একই সাথে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তাদের জয়লাভে নিজ নিজ এলাকার ভোটাদের মধ্যে চলছে আনন্দের বন্যা। তাদের হাত ধরে জেলার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা ভোটারদের।
টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে ভোট যুদ্ধে নামেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ আসনের ২ লাখ ৩০ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে শেখ হাসিনা ২ লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এতে তিনি ভোটের শতকরা ৯৯ দশমিক ৭৪ ভোট পেয়ে পরপর তিনবারসহ মোট চারবার প্রধানমন্ত্রী হতে চলেছেন। এরআগে তিনি ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হন। ফলে সর্বাধিকবার প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড সৃষ্টি করতে চলেছেন শেখ হাসিনা। বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠনের পাশাপাশি প্রধানমন্ত্রী হওয়ায় আনন্দিত এ আসনের ভোটাররা।
এদিকে, গোপালগঞ্জ-২ আসনে দুই লক্ষ ৮৩ হাজার ৭৪৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ২ লক্ষ ৮১ হাজার ৯০৯ ভোট পেয়ে ৮ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। যা দেশের ইতিহাসের সর্বোচ্চবার সংসদ সদস্য হতে চলেছেন। এরআগে তিনি ১৯৮০ সালের উপ-নির্বাচন, ৮৬, ৯১ ৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ফলে এ আসনের ভোটারদের মধ্যেও বইছে আনন্দের বন্যা। শেখ ফজলুল করিম সেলিমের হাত ধরে এ জেলার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা ভোটারদের।
কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও শেখ হাসিনার নির্বাচনী এলাকার প্রধান নির্বাচন সম্বনয়কারী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জানান, গোপালগঞ্জ-৩ আসনে শতকরা হারে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার ভোটাররা বেশি ভোট দিয়ে চতুর্থবারের মত প্রধানমন্ত্রী করায় শেখ হাসিনা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বলে জানান শেখ হাসিনার নির্বাচনী এলাকার প্রধান নির্বাচন সম্বনয়কারী।
কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, অষ্টমবারের মত এলাকার ভোটাররা সংসদ সদস্য নির্বাচিত করায় গোপালগঞ্জের মানুষের বিজয় হয়েছে বলে জানান আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য। তিনি সবার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও অপর সাংসদ মুহাম্মদ ফারুক খানের হাত ধরে জেলার উন্নয়ন অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা গোপালগঞ্জবাসীর।
-এমআরএম/এসআর