For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ভয়াবহ বন্যায় ফেনীতে ২৩ জনের মৃত্যু

Published : Sunday, 1 September, 2024 at 6:05 PM Count : 55

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টির কারণে ফেনীতে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ১৩ পুরুষ, ৫ নারী, ৪ শিশু ও ১ জন অজ্ঞাতনামা (পুরুষ-মহিলা চিহ্নিত করা যায়নি) রয়েছে। নিহতদের মধ্যে ১৬ জনের পরিচয় শনাক্ত হয়েছে, বাকিদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। ইতোমধ্যে পানি কমে যাওয়ায় ভেসে আসা গলিত মরদেহ বিভিন্ন স্থানে পাওয়া যাচ্ছে।

শনিবার (৩১ আগস্ট) ফেনী জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

মরদেহগুলোর মধ্যে পরশুরামে ২ জন, ফুলগাজীতে ৭ জন, সোনাগাজীতে ৬ জন, দাগনভূঞায় ২ জন,  ছাগলনাইয়ায় ৩ জন ও সদর উপজেলায় ৩ জন পাওয়া গেছে।

বন্যায় নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- পরশুরাম উপজেলার উত্তর ধনীকুন্ডা এলাকার মৃত আমির হোসেনের ছেলে সাহাব উদ্দিন (৭০), একই উপজেলার মির্জানগর ইউনিয়নের মধুগ্রামের দেলোয়ার হোসেন (৪০),  ফুলগাজী উপজেলার নোয়াপুর গ্রামের শাকিলা আক্তার (২২), উত্তর করইয়া গ্রামের বেলালের ছেলে কিরণ (২০), দক্ষিণ শ্রীপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রাজু (২০), কিসমত বাসুড়া গ্রামের আবুল খায়ের (৫০), লক্ষ্মীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সৈয়দ তারেক (৩২), শনিরহাট গ্রামের নুর ইসলামের মেয়ে রজবের নেছা (২৫), পূর্ব দরবারপুর গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে ইউসুফ ( ৬০)। 
সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মাবুল হকের ছেলে নাঈম উদ্দিন (২৮), ছাড়াইতকান্দি গ্রামের শেখ ফরিদের ছেলে আবির (৩), অজ্ঞাতনামা পুরুষ (৩৮), অজ্ঞাতনামা মহিলা (হিন্দু) (৩৮), অজ্ঞাতনামা পুরুষ (৪০) ও অজ্ঞাতনামা মরদেহ (মরদেহ নষ্ট হয় যাওয়ায় পুরুষ মহিলা চিহ্নিত করা সম্ভব হয়নি) মৃতদেহ।

দাগনভূঞা উপজেলার উত্তর করিমপুর গ্রামের নুর নবীর ছেলে নুর মোহাম্মদ মিরাজ (৮ মাস) এবং জয়লস্কর এলাকার হুমায়ুন কবিরের ছেলে জাফর ইসলাম (৭)। ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামের কুরফুলেন নেসা (৭৫), মধ্যম নিশ্চিন্তা গ্রামের মিরান কাজী বাড়ির মৃত এবাদুল্লাহর ছেলে মোহাম্মদ আইয়ুব খান (৬০) ও অজ্ঞাত মহিলা (৬০)।
ফেনী সদর উপজেলার তেরবাড়ীয়া গ্রামের আজিজুল হক ভূঁইয়া বাড়ীর সালেহ আহাম্মদ ভূঁইয়ার মেয়ে উম্মে সাইমা (৯), অজ্ঞাতনামা পুরুষ (৪২) ও অজ্ঞাতনামা পুরুষ (৫০)।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারে বন্যায় ফেনীতে ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেড় লাখ মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ও বাকিরা বিভিন্ন উঁচু ভবনে আশ্রয় নিয়েছেন।

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, মারা যাওয়ার সঠিক কারণ এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধারের তথ্য আমরা পেয়েছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে মৃত্যুর কারণ জানা যাবে।

উল্লেখ্য, চলতি বছরের ০২ জুলাই টানা ৪/৫ দিনের অতি বর্ষণে অতি ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পানির তোড়ে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় প্রথম দফা ব্যাপক বন্যা সৃষ্টি হয়। তখন উজানের পানির তোড়ে স্থানীয় মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে অন্তত ২০টি স্থানে ভেঙ্গে পানি ঢুকে বন্যার সৃষ্টি হয়। এক মাসের ব্যবধানে চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে টানা ভারী বৃষ্টিপাতে দ্বিতীয় দফা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে নতুন করে আরো ১০টি স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়। এতে পুনরায় উপরোক্ত উপজেলাসমূহ আবার বন্যায় কবলিত হয়। চলতি আগস্ট মাসের ২০ তারিখে তৃতীয় দফা ভয়াবহ বন্যায় কবলিত হয় ফেনীর সব উপজেলার মানুষজন।

টিবি/ এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,