For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

সাদুল্লাপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্ণীতির অভিযোগ

Published : Thursday, 29 August, 2024 at 9:34 PM Count : 136

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম-দুর্ণীতির অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে এবং চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল  ও অবস্থান ধর্মঘট পালন করেছে এলাকাবাসী। 
 
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরের দিকে রসুলপুরের ছান্দিয়াপুর বাজারের প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে। এরপর পরিষদ চত্বরে অবস্থান ধর্মঘট পালন করা হয়। সেখানে ভুক্তভোগি ইউপি সদস্য ও এলাকার সহস্রাধিক জনসাধারণ ওই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেন।
 
এসময় বক্তব্য দেন- রসুলপুর ইউপি সদস্য লাইজু বেগম, আফরোজা বেগম, কোহিনুর বেগম, ছাফের আলী, খোরশেদ আলম, বকুল মিয়া, মধু মিয়া, উপজেলা যুব জামায়াতের নেতা মাইদুল ইসলাম, ভুক্তভোগি জাকির হোসেন, আব্দুল জলিল, আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে। 

বক্তারা বলেন, রসুলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম নির্বাচিত হওয়ার পর থেকে দুর্ণীতির আখড়া গড়ে তুলেছে। ইতিমধ্যে ইউপির অধিকাংশ সদস্যদের সঙ্গে অশোভনীয় আচারণ করে তাদের পরিষদের কার্যক্রম থেকে দূরে রেখেছে। এরই সুযোগে পরিষদের টিআর, কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের নামের কোটি টাকা আত্মসাত করেছে চেয়ারম্যান। স্থানীয় বেশ কিছু মসজিদের উন্নয়ন প্রকল্পের টাকাও পকেটস্থ করেছে রবিউল ইসলাম। এছাড়া ভিজিডি প্রকল্পে দুস্থ মানুষদের চাল ও টিসিবি পণ্যে ছয়নয় কার্যক্রম অব্যাহত রাখছেন। 

বক্তারা আরও বলেন, ইউপির হোল্ডিং ট্যাক্সের ৭০ লাখ টাকা আত্মসাত করেছেন তিনি। এভাবে অধিকাংশ ইউপি সদস্যদের পাত্তা না দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে কোটি টাকার দুর্ণীতি করে আত্মসাতে মেতেছে এই চেয়ারম্যান রবিউল ইসলাম। তার এই অপকর্মের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে লিখিত অভিযোগ করে কোন প্রতিকার পাওয়া যায়নি। অবিলম্বে এই দুর্ণীতিবাজ চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান তারা।
 
এ বিষয়ে রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, আমি কোন দুর্ণীতির সাথে জড়িত না। কারা এই কর্মসূচি পালন করেছে সেটি আমার জানা নেই। 

টিএইচজে /এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,