For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

সাবেক প্রতিমন্ত্রী, মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ ৩২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Published : Monday, 19 August, 2024 at 8:56 PM Count : 87

সাভারে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী সাজ্জাদ হোসেন (২৯) নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে হয়েছে। এতে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে প্রধান করে ৩২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫শ জনকে আসামি করা হয়েছে। 

রবিবার রাতে নিহত শিক্ষার্থী সাজ্জাদ হোসেনের বাবা মোঃ আলমগীর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে অন্যতম হলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, তাঁর ছোট ভাই ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিক, পৌর মেয়র আব্দুল গনি এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুদ চৌধুরী।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৫ আগস্ট সকালে সাভারের আউকপাড়া এলাকার ভাড়া বাসা থেকে শিক্ষার্থী সাজ্জাদ হোসেন ব্যক্তিগত প্রয়োজনীয় কিছু পণ্য কিনতে সাভার বাসস্ট্যান্ডে যান। এসময়ে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর গুলিসহ হামলা চালায় মামলার আসামিরা। এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। পরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এই ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাভারের সাবেক সাংসদ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব, তাঁর ছোট ভাই ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিক, পৌর মেয়র আব্দুল গনি, পৌর কাউন্সিলর রমজান আলী, নূরে আলম সিদ্দিকি, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা মশিউর রহমান সম্রাট, মিজানুর রহমান ওরফে জিএস মিজান, সানজিদা আক্তার মুক্তা, মোহসিন বাবু, মিনহাজ উদ্দিন মিনা, এরশাদুর রহমান এরশাদ, মাসুদ চৌধুরী, আব্দুল হালিম, খাটা মনির, টিপু, সুজন মিয়া, রেদোয়ান মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, কামরুল হাসান শাহীন, মেহেদী হাসান তুষার, দেলোয়ার হোসেন, শিপলু, আহম্মেদ রুবেল, নাসির উদ্দিন লিটনের নামসহ ৩২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫শ জনকে আসামি করে মামলা করা হয়।
মামলার সব আসামিরাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের পদধারী নেতা।

ওএফ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,