For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

আত্মগোপনে ইউপি চেয়ারম্যান-মেম্বার, চরফ্যাশনে ভোগান্তিতে সাধারণ মানুষ

Published : Sunday, 18 August, 2024 at 2:50 PM Count : 219

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ০৫ অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালানোর পরই ভোলাচরফ্যাশন উপজেলার অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বাররা পালিয়েছেন। তারা কোথায় আছেন কেউ বলতে পারছেন না। 

একাধিক ইউপি সচিব জানান, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাদের অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছে না। 

এদিকে, চেয়ারম্যান মেম্বারের অনুপস্থিতির অজুহাতে সচিবসহ সংশ্লিষ্টরা তাদের মনমতো পরিষদের কার্যক্রম চালাচ্ছেন। এ কারণে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন প্রয়োজনীয় সরকারি সেবা গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। 

ছাত্র-জনতা বলছে, যারা নানা অপকর্মের সাথে নিজেদের জড়িয়ে ফেলেছে, মানুষকে শাসকের রূপে শোষণ করেছে তারাই পালিয়ে বেড়াচ্ছে। 
সেবা প্রতাশীরা জানান, পরিষদে গিয়ে চেয়ারম্যানের কক্ষ তালাবদ্ধ পাওয়া যাচ্ছে। 

উপজেলার বেশকিছু ইউনিয়ন পরিষদে গিয়ে একই চিত্র চোখে পড়েছে। তবে কিছু ইউনিয়ন পরিষদে উদ্যোক্তারা উপস্থিত থাকলেও চেয়ারম্যান, মেম্বারের স্বাক্ষরের জন্য সেবা নিতে আসা লোকজনকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। 

জানা গেছে, উপজেলার আহাম্মদপুর ও ওমরপুুরসহ ৪/৫টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বাররা আতগোপনে থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্বাক্ষর করে জনসাধারণকে সেবা দিলেও এদিন দুপুরের পর আবু বকরপুর ইউপি চেয়ারম্যান সিরাজ জমাদারকে জনতা আটক করে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর পর থেকে সন্মানের ভয়ে বাকিরাও আত্মগোপনে চলে গেছেন। 

ইউনিয়ন পরিষদগুলোতে জন্ম নিবন্ধন, নাগরিক সনদ ও ট্রেড লাইসেন্স নিতে আসা বেশ কয়েকজনের সাথে আলাপকালে তারা জানান, পরিষদে এসে অপেক্ষা করছেন কিন্তু চেয়ারম্যান ও মেম্বাররা আসছেন না। 

তবে স্থানীয় জনসাধারণ অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদে এই চিত্র প্রতিদিনের। আগেও ছিল। লোকজন প্রতিদিন কাজের জন্য এসে এভাবে ঘন্টার পর ঘন্টা বসে অপেক্ষা করেন। চেয়ারম্যান কোনো দিন দুপুর ১টার পূর্বে পরিষদের আসেন না, সচিবেরও একই অবস্থা।

অভিযোগ করে তারা আরো বলেন, গত সোমবার (০৫ অগাস্ট) দুপুরের পর থেকে জনপ্রতিনিধিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা প্রতিদিন এভাবে ঘন্টার পর ঘন্টা বসে অপেক্ষা করছি।

উপজেলার বেশির ভাগ চেয়ারম্যান ফোন রিসিভ না করায় এবং অনেকের ফোন বন্ধ পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি। 

তবে কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তারা জানান, চলমান পরিস্থিতি স্বাভাবিক হলে ইউনিয়ন পরিষদে গিয়ে সেবা প্রতাশীদের কাঙ্খিত সেবা দেবেন তারা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওরীন হক সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে জানান, চেয়ারম্যান-মেম্বারদের অনুপস্থিতির বিষয়টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত আকারে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

-এসএফ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,