For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

আ'লীগ অফিসে শিবির-ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে

Published : Wednesday, 24 July, 2024 at 9:46 PM Count : 103

দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগ অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দোষীদের শাস্তি দাবি করে সংবাদ সম্মেলন করেছেন জেলা ১৪ দলের নেতৃবৃন্দ।

বুধবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ১৪ দলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ১৪ দলের সদস্য সচিব ও জাসদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম শহীদুল্ল্যাহ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৮ জুলাই যে হামলা, তাণ্ডব, অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট হয়েছে তা শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে তা ধ্বংস করে দেশকে অন্ধকারে নিক্ষেপের জঘন্য ও হীন কুমতলব চরিতার্থ করার জন্য। দেশকে অস্থিতিশীল করে উন্নয়নের অগ্রযাত্রা ও জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।
তিনি বলেন, ওইদিন বেলা ১২টার দিকে বাসুনিয়াপট্রি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙ্গে ভেতরে অনুপ্রবেশ করে চেয়ার টেবিলসহ সকল আসবাবপত্র, সিলিং ফ্যান, টিভি, দুটি বৈদ্যুতিক মিটার ভাংচুর এবং প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট করা হয়। শিবির ও ছাত্রদলের চিহিৃত সন্ত্রাসী ও গুন্ডাবাহিনী এসব হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। তারা দলীয় কার্যালয়ের সামনে সাতটি মোটরসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। দিনাজপুর সরকারি কলেজে ছাত্রলীগের শান্তিপূর্ণ সমাবেশে সশস্ত্র হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের আহত করা হয়। দিনাজপুরের শান্তি প্রিয় মানুষ এর পূর্বে এ ধরনের নাশকতা, ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেনি। আমরা এই ঘটনার নিন্দা জানানোসহ অবিলম্বের দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এ ঘটনায় আমরা পৃথক দুটি মামলা দায়ের করেছি।

একইসঙ্গে কোটা সংস্কারের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ সুপ্রিম কোটের ঐতিহাসিক রায় ও নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি প্রজ্ঞাপনে স্বাক্ষর করে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সরকারের সহানুভূতি প্রকাশ করায় সাধুবাদ জানাচ্ছি। সেই সঙ্গে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মুহা. আলতাফুজ্জামান মিতা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. বজলুর রহমান, যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, জাসদ নেতা হবিবর রহমানসহ ১৪ দলের নেতৃবৃন্দ।

এদিকে কোতয়ালী থানার ওসি ফরিদ হোসন জানান, মঙ্গলবার রাতে পাঁচ জনসহ সহিংসতার চারটি মামলায় এখন পর্যন্ত ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,