For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

সাভারে সাদিক অ্যাগ্রোর খামারে ১০ টি নিষিদ্ধ ব্রাহমা ও ১৫ লাখ টাকার ছাগল

Published : Monday, 1 July, 2024 at 7:45 PM Count : 101

সাভারের ভাকুর্তা এলাকায় অবস্থিত সাদিক অ্যাগ্রোর খামারে পাওয়া গেছে আমদানি নিষিদ্ধ ব্রাহমা জাতের গরুর বাছুর। মূল সড়ক থেকে খাল দখল করে নির্মান করা রাস্তা দিয়ে অনেকটা দূরে বানানো খামারে গোপনেই পালন হচ্ছিল এসব গরু। 

সোমবার বিকালে ওই খামারে অভিযান চালিয়ে বাছুরগুলো জব্দ করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে দুপুরে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায় দুদক।

দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনটি ব্রাহমা জাতের গাভী, ৭ থেকে ১০ মাস বয়সী ৭টি ব্রাহমা জাতের গরুর বাছুর পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় আলোচিত সেই ১৫ লাখ টাকার ছাগলটিও।

অভিযানে নেতৃত্ব দেয়া দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা সাদিক অ্যাগ্রোর সাভারের খামারে অভিযান চালিয়ে তিনটি ব্রাহমা জাতের গাভী ও সাতটি ব্রাহমা জাতের বাছুর পেয়েছি। এসময় কাপড় দিয়ে ঘিরে রাখা একটি ছোট কক্ষে আলোচিত সেই ১৫ লাখ টাকা দামের ছাগলটিও পাওয়া গেছে। এখান থেকে আমার বেশকিছু খাতা ও নথিপত্র জব্দ করেছি। যেহেতু ব্রাহমা জাতের গরু আমদানি ও উৎপাদন নিষিদ্ধ সেহেতু এই গরু গুলোর ব্যাপারে আমাদের কর্তৃপক্ষকে জানাবো এবং সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরেজমিনে সাদিক অ্যাগ্রোর পুরো খামারটি ঘুরে দেখা যায়, সেখানে ১০টি উট ও দুটি ঘোড়াসহ বিভিন্ন প্রজাতির দুই শাতধিক গরু রয়েছে। এছাড়াও খামারে রয়েছে কয়েক হাজার হাসঁ, মুরগী, কবুতরসহ বেশ কিছু পালন নিষিদ্ধ হাঁস। এছাড়া ঢাকার মোহাম্মদপুর এলাকায় সাদেক অ্যাগ্রোতে উচ্ছেদের পর সেখানকার কিছু ভাঙ্গা শেড, মিষ্টি তৈরির সরঞ্জামসহ বেশকিছু এসি ও সাইনবোর্ডের দেখতে পাওয়া যায়।

সাদিক অ্যাগ্রোর খামারটির দায়িত্বে থাকা ম্যানেজার জাহিদ খান বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। এখানে মূলত দুধ উৎপাদন করে প্রতিদিন ঢাকায় সরবরাহ করা হয়। বর্তমানে খামারটি গাভী ও বাছুর মিলিয়ে দুই শতাধিক গরু, ১২টি উট ও দুটি ঘোড়াসহ বেশকিছু হাস-মুরগী রয়েছে। এগুলোর দেখাশুনার জন্য আমিসহ প্রায় ৩৫জন কর্মী কাজ করছি। আগে এখানে কোন নিরাপত্তাকর্মী না থাকলেও আজ সকাল থেকে সিকিউরিটি গার্ডের ব্যাবস্থা করা হয়েছে। এখানে সাদিক অ্যাগ্রোর মালিক একমাস আগে একবার এসেছিলেন। এবার কোরবানির ঈদের বেতনও আমাকে দেওয়া হয়নি।

সাদিক অ্যাগ্রোর খামারে কর্মরত একাধিক কর্মীর সাথে কথা বলে জানা যায়, এখানে অনেক আগে থেকে নিষিদ্ধ ব্রাহমা জাতের গুরু পালন করা হয়। পরবর্তীতে সেগুলো সুযোগ বুঝে বিক্রয় করে দেয়া হয়। তবে এসব বিষয়ে তাদের কথা বলতে নিষেধ করা আছে।

এর আগে দুপুরে সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেখানে দুদক কর্মকর্তারা প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মোঃ মনিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন এবং প্রায় তিন বছর আগে আমদানি নিষিদ্ধ ব্রাহমা জাতের ১৮টি গরুর তথ্য ও নথিপত্র সংগ্রহ করেন। 

ওএফ/ এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,