For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

উজানি ঢলে পদ্মায় ভাঙন

Published : Saturday, 22 June, 2024 at 3:51 PM Count : 121

উজানি ঢলে পদ্মার পানি বাড়ছে সেই সাথে ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ীগোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা পাড়ের ৬ ও ৭ নম্বর ফেরিঘাট সংলগ্ন ছাত্তার মেম্বার পাড়ায়। গত দুই দিনে বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে। সরিয়ে নেওয়া হচ্ছে অন্যান্য বাড়ি এবং এই অঞ্চলের ৩০০ থেকে ৩৫০ পরিবার রয়েছেন ভাঙন ঝুঁকিতে।
 
শুক্রবার সরেজমিনে রান্নাঘরসহ কয়েকটি বাড়ি ভেঙে নিয়ে গেছে পদ্মা। অনেকেই ঘর ভেঙে সরিয়ে নিচ্ছেন নিরাপদ স্থানে। 

সরোয়ার মোল্লা বলেন, আমরা সবাই তিন-চার বার নদী ভাঙনের শিকার হয়ে এখানে আশ্রয় নিয়েছি। অধিকাংশেরই যাওয়ার জায়গা নেই। নিজেদের যা ছিল সবই পানির নিচে। শুষ্ক মৌসুমে জিও ব্যাগ ফেললে এই ভাঙন হয় না। কিন্তু তখন জিওব্যাগ ফেলা হয় না। বর্ষা মৌসুমে জিও ব্যাগ ফেললে হিসাব থাকে না। অল্প কিছু ফেলেই পকেট ভারি করার কাজে সবাই ব্যস্ত থাকে।
 
আনোয়ার হোসেন নামে একজন বলেন, সবাই আসে ভালো ভালো বক্তৃতা দেয় কাজের কাজ কিছুই হয়না। ভোট নেওয়া শেষ হলে সব ভুলে যায়। আপনারাই দেখেন ভাঙন থেমে নেই। নিয়মিত ভাঙছে। নদী পাড়ের মানুষের ঘুম আসে না। তারা আতংকে থাকেন ঘুমের মধ্যে হয়তো বাড়ি-ঘর ভেঙে নদীতে নিয়ে যাবে টের পাবে না।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, নদী ভাঙন মানুষের কথা কেউ শোনে না। কয়েক দফা ভাঙন কবলিত এসব মানুষ কোথায় যাবে। বিআইডব্লিউটিএ জিও ব্যাগ ফেলে তাদের ঘাট রক্ষা করার জন্য। তাদের তো মানুষের বাড়ি-ঘর রক্ষা করার দরকার না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা সবাই মানববন্ধনের জন্য রাস্তায় গিয়ে দাঁড়াবো।

পানি উন্নয়ন বোর্ডের দৌলতদিয়া পয়েন্টের গেজ পাঠক সালমা খাতুন বলেন, ‘শনিবার ২৪ ঘণ্টায় পদ্মার এ পয়েন্টে ১৮ সে. মি. পানি বৃদ্ধি পেয়েছে। এর আগে গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ৩০ সে. মি. পানি বৃদ্ধি পেয়েছিল। পদ্মায় বর্তমানে ৬ দশমিক ৩৮ মিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে পানির স্বাভাবিক স্তর ৭ দশমিক ৯০ মিটার।
পাউবো সূত্রে জানা যায়, এপ্রিল মাস থেকে পদ্মার এ পয়েন্টে পানি বাড়া শুরু হয়। জুনের প্রথম সপ্তাহ থেকে অস্বাভাবিকভাবে পানি বাড়লেও এক সপ্তাহ পর তা কমতে থাকে। এরপর ১৮ জুন থেকে আবার দ্রুতগতিতে পদ্মার পানি বাড়ছে। 
 
শুক্রবার বিকেলে বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চঘাট ও ফেরিঘাট পারাপার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটের ঘাট আধুনিকায়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। আগের প্রকল্পের ব্যয় বেড়ে যাওয়ার কারণে নতুন করে সমীক্ষা চলছে। আশা করছি দ্রুতই আধুনিকায়ন প্রকল্পের কাজ শুরু হবে।  ঘাট এলাকায় ভাঙনরোধে পিডব্লিউডি, পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করছি। ভাঙনরোধে কাজ করা হবে।

-এসআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,