অগ্নিকাণ্ডে নিহত জুনায়েদের পরিবারকে আর্থিক সহায়তা
Published : Saturday, 8 June, 2024 at 7:52 PM Count : 299
বরগুনার তালতলীতে অগ্নিকাণ্ডে নিহত শিশু জুনায়েদের পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার দুপুরে উপজেলার ভুমি অফিসে ভূমি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা।
এ সময় ক্ষতিগ্রস্ত ওই পারিবারকে ঘর তৈরির জন্য প্রয়োজনীয় মালামাল দিয়ে সহায়তা করবেন বলে জানান তিনি।।
ইউএনও বলেন, সরকারের পক্ষ থেকে যে ধরনের সাহায্য করা প্রয়োজন আমি পর্যায়ক্রমে আপনাদের জন্য তা করব। এখন আপনাদের পরিবারকে আশ্রয় দেয়ার জন্য ব্যক্তিগত তহবিল থেকে সহায়তা দেয়া হলো।
গত সোমবার (০৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া গ্রামের দিনমজুর কালাম গাজীর বাড়িতে আগুন লেগে ঘর পুড়ে যায়। সে সময় ঘরে ঘুমিয়ে থাকা পাঁচ বছরের শিশু জুনায়েদ অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
-এইচএম/এমএ