For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

স্মার্টফোনের মিলিটারি-গ্রেড শক রেজিট্যান্স কী?

Published : Monday, 3 June, 2024 at 3:51 PM Count : 159

ধরুন, আপনি কোনো ব্যস্ত শহরের মধ্য দিয়ে দ্রুতগতিতে হেঁটে যাচ্ছেন। এমন সময় আপনার হাত থেকে ফোনটি পড়ে গিয়ে রাস্তায় আঘাত করলো। সাথে সাথে ফোনের স্ক্রিন ভেঙে গেলো, আর আপনিও হতাশ হয়ে পড়লেন। আপনি ভাবতে লাগলেন, আরেকটি ফোন নষ্ট হলো। এখন আবার খরচ করে ফোন মেরামত করতে হবে! প্রতিনিয়ত এসব পরীক্ষায় উতরাতে না পারলে স্মার্টফোন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। 

তাই প্রত্যেকেই এমন একটা ফোন আশা করেন, যা দৈনন্দিন জীবনের এসব সমস্যা এড়াতে পারবে। স্মার্টফোন প্রতিষ্ঠান অপো নিয়ে এসেছে এমন একটি ফোন, যা হাত থেকে পড়ে গেলেও সহজেই আর ভাঙবে না। অপো এ৬০ ফোনটিতে এ জন্য রয়েছে ইউএস-সার্টিফায়েড মিলিটারি-গ্রেড শক রেজিট্যান্স। 

আজকাল ফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। যেকোনো পরিস্থিতিতে আমাদের ফোন ব্যবহারের প্রয়োজন হয়, হতে পারে সেটি রৌদ্রজ্জ্বল দিনে বা অল্প আলোতে। রৌদ্রজ্জ্বল দিনে স্ক্রিনে টেক্সট পড়া বেশ অস্বস্তিকর একটি ব্যাপার। কিন্তু অপো এ৬০-তে বিশেষ ডিসপ্লের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়েছে। সর্বোচ্চ ৯৫০ নিটস-এর ব্রাইটনেসের মাধ্যমে এটি নিশ্চিত করেছে। ফলে সূর্যের আলো বা অন্ধকারেও এটি দেখা যাবে পরিষ্কারভাবে। অপো এ৬০-এর দারুণ ভিজিবিলিটি ও দুর্দান্ত ইউজার এক্সপেরিয়েন্স এটিকে অন্যান্য ব্র্যান্ডের ফোন থেকে আলাদা করেছে। 

কল্পনা করুন একটি বৃষ্টির দিনের কথা, অথবা কল্পনা করুন আপনি হাত ধুচ্ছেন বা ‘হট শাওয়ার’ নিচ্ছেন। এসব পরিস্থিতিতে স্বল্প মানের ফোনগুলি ঠিক মতো কাজ করে না। কিন্ত অপো এ৬০ ব্যতিক্রম। এই ধরনের পরিস্থিতিতে অপো এ৬০-তে কোনো ম্যানুয়াল সেটিংস পরিবর্তন করার প্রয়োজন নেই। এর স্প্ল্যাশ টাচ ফিচার ফোনটির টাচ চিপের সাথে সংযুক্ত। অপোর সাথে টাচ আইসির যৌথ উদ্যোগের কারণে এটি সম্ভব হয়েছে। এই দামের ফোনগুলির মধ্যে শুধু অপো এ৬০ বিশেষ ফিচারটি দিচ্ছে। ফলে এটি বাজারে প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে থাকবে। হাত ভেজা থাকলেও ফোনটি ব্যবহার করা যাবে নিরবচ্ছিন্নভাবে। 
অপো ‍এ৬০তে রয়েছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেট। ব্যবহারকারীরা যদি এমন একটি ফোন চান যেটি আনবক্স করার দিনের মতোই মসৃণভাবে পারফর্ম করবে, তাহলে অপো এ৬০ হতে পারে তাদের অন্যতম পছন্দ। চার বছর ধরে ব্যবহারকারীরা পাবেন ‘নতুন ফোন ব্যবহারের’ অনুভূতি৷ প্রথম দিন হোক বা ৪৮ মাস পর, দীর্ঘমেয়াদে একই ধরনের স্বাচ্ছন্দ্য দেবে ফোনটি। ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাপ বা মাল্টিমিডিয়া চালালেও এখন বা ভবিষ্যতে ল্যাগিংয়ের অভিজ্ঞতা হবে না।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,