For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

রেমালে লণ্ডভণ্ড চরফ্যাশনের চরাঞ্চল

Published : Monday, 27 May, 2024 at 7:38 PM Count : 246

ঘূর্ণিঝড় রেমাল চলে গেলেও এর প্রভাবে ক্ষত-বিক্ষত হয়ে গেছে চরফ্যাশন উপজেলার অনেক গ্রাম, ইউনিয়ন। এসব এলাকায় বে-সরকারি হিসাব অনুযায়ী প্রায় ৩/৪ হাজার ঘরবাড়ি বিধ্বস্তের পাশাপাশি গাছপালা ভেঙে পড়েছে। পানিতে ভেসে গেছে শত শত গাবাদিপশু। 

সোমবার (২৭ মে) দুপুরের আগেই বিদায় নিয়েছে ভয়ংকর ঘূর্ণিঝড় রেমাল। এর তাণ্ডবে আহত হয়েছে আরও অন্তত ৫০ জন। দুদিন ধরে বিদ্যুৎ না থাকায় অন্ধকারে পুরো উপজেলা। বন্ধ রয়েছে মোবাইল ফোনের নেটওয়ার্কও। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে চরফ্যাশন উপজেলার ঢালচর, চরপাতিলা তেতুলিয়ার পাড়ের মজিব নগর, চর নিজাম, কুকরী-মুকরীসহ অন্তত উপজেলার ৪০টি বিছিন্ন চরাঞ্চল।

চর আলমের মো মনির হোসেন বলেন, ঝড়ের ফলে চরকে লণ্ডভণ্ড করে দিয়েছে। প্রায় শতভাগ ঘর বিধ্বস্ত হয়েছে। এসব ঘরের নিচে চাপা পড়ে এবং গাছের নিচে চাপায় অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ছাড়া শতাধিক মহিষ, গরু, ছাগল ও ভেড়া জলোচ্ছাসের সময় মেঘনা নদীর পানির স্রোতের সঙ্গে ভেসে গেছে। অনেক গরু ও মহিষ বনের ভিতর গাছের সঙ্গে আটকে আছে। যার বেশি ভাগ পানিতে ডুবে মারা গেছে।

ঢালচরের আলম ফরাজী বলেন, ‘এবার জোয়ারের সময় অন্তত সাত থেকে ১০ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। যার ফলে সাধারণ মানুষ অনেকেই গাছের উপর আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এখানে কোনো সাইক্লোন শেল্টার নেই। পুরো ইউনিয়ন এখন প্লাবিত। জীবনের ঝুঁকিতে রয়েছি আমরা ঢালচরের মানুষ।’
ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বলেন, ‘আমার ইউনিয়নটি মূল ভূখন্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। বঙ্গোপসাগর মোহনায়, অথচ এখানে নেই কোনো সাইক্লোন শেল্টার। ১২ হাজার মানুষ সব সময় ঝুঁকির মধ্যে বসবাস করছে। ইউনিয়নের বসবাসরত পরিবারে গুলির ৫০০০ হাজার গবাদিপশু আছে। এদের নেই কোন নিরাপদে রাখার জায়গা।

এদিকে চরফ্যাশন উপজেলার খাজুরগাছিয়া এলাকার মো কালাম জানান, বনের ভিতরে থাকা তাঁর অন্তত পাঁচটি গবাদিপশু মারা গেছে। তার মতো আরও অনেকেরই শত শত গবাদিপশু মারা গেছে এবং পানিতে ভেসে গেছে।

ঘর বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্ত সাহাবুদ্দিন বলেন, ‘স্ত্রী ও সন্তানসহ ঘুমিয়ে ছিলাম। রাত সাড়ে ৩টায় হঠাৎ ঝড়ো বাতাস আর মেঘনার পানির চাপে ঘরটি বিধ্বস্ত হয়েছে। ঘরের উপরের চালা নিয়ে গেছে। কোনো মতে জীবন রক্ষা করেছি।’

এসএফ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,