For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

বীরগঞ্জে মৃত নীল গাই উদ্ধার, দেখতে জনতার ভিড়

Published : Monday, 27 May, 2024 at 5:46 PM Count : 125

দিনাজপুরের বীরগঞ্জে বিলুপ্ত প্রায় প্রজাতির একটি মৃত নীল গাই  উদ্ধার করেছে এলাকাবাসী। 

রবিবার (২৬ মে) দুপুরে নীল গাইটি উপজেলার ৯নং সাতোর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পালানুগাঁও বোলদিয়া পুকুরপাড় এলাকা থেকে উদ্ধার করা হয়।

নীল গাইটির বয়স প্রায় দুই বছর,যার ওজন ১৫০ কেজি। পরে নীল গাইটিকে একনজর দেখতে বিভিন্ন এলাকার উৎসুক মানুষ ভিড় জমায়।

জানা যায়, রবিবার সকালে পালানুগাঁও এলাকায়  হরিণ সাদৃশ একটি নীল গাই দেখতে পান স্থানীয়রা। তারা হরিণ মনে করে মৃত অবস্থায় নীল গাইটিকে উদ্ধার করেন। পরে বুঝতে পারেন এটি হরিণ নয়। তবে এর অবয়ব অনেকাংশেই হরিণের মতো। 
পরে স্থানীয়রা বীরগঞ্জ বিট অফিসারকে সংবাদ দেন। দুপুরে বীরগঞ্জ থানা পুলিশ ও বীরগঞ্জ বন বিভাগের বিট কর্মকর্তা নিরঞ্জন বাবু সঙ্গীয় জনবল নিয়ে নীল গাইয়ের মৃত দেহটি উদ্ধার করেন। পরে কর্তৃপক্ষকে অবহিত করে ময়না তদন্ত শেষে বীরগঞ্জ জাতীয় উদ্যানের বিট অফিস সংলগ্ন স্থানে মাটিতে পুঁতে ফেলা হয়। 

এ সময় সিংড়া শালবন জাতীয় উদ্যানের সিনিয়র বিট কর্মকর্তা দয়া প্রসাদ পাল,বীরগঞ্জ থানার এসআই আশরাফুল ইসলাম, বনমালী মো: রহমান উপস্থিত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে বিট কর্মকর্তা নিরঞ্জন বাবু জানান, নীল গাইটি হয়তোবা পার্শ্ববর্তী  দেশ ভারত থেকে এসেছিল এবং বিভিন্ন প্রতিকূলতায় হার্ট অ্যাটাকে অকালে মৃত্যু বরন করেছে। ময়না তদন্তে রিপোর্টে প্রাণী সম্পদ কর্মকর্তা এমনটি জানিয়েছেন।

এএইচএম/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,