For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে মানুষ

Published : Sunday, 26 May, 2024 at 4:29 PM Count : 142

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু হয়েছে ভোলাচরফ্যাশন উপকূলে। এতে নদী ও সাগর মোহনা উত্তাল রয়েছে। উপজেলার ৩টি দ্বীপ ইউনিয়নসহ উপজেলা অধিকাংশ চর এলাকা প্লাবিত হয়েছে। আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে মানুষ।

রবিবারর ভোর থেকে চরফ্যাশন উপজেলার সব জায়গায় দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে ১০ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চরফ্যাশন উপজেললা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে জরুরি কন্ট্রোলরুম।

দ্বীপ ইউনিয়নের চর কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন জানান, রেমালের প্রভাবে চর কুকরি মুকরি দ্বীপে গুঁডি গুঁডি বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। প্লাবিত হয়েছে ইউনিয়নের সবকয়টি গ্রাম এলাকা। পানিবন্দি হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

চরফ্যাশন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচী (সিপিপি) উপ-পরিচালক মেজবাউল রশিদ বলেন, ‘ঘূর্ণিঝড় মোকাবিলায় আমাদের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মানুষকে সতর্ক করতে আমরা সকাল থেকেই প্রচারণা চালাচ্ছি। অনেকে আশ্রয় কেন্দ্রে চলে গেছেন আবার অনেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রেড ক্রিসেন্ট ও সিপিপির প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা উপকূল অঞ্চলে মাইকিং করছেন।’
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীর হক জানান, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ‘দুপুর নাগাদ চরফ্যাশনের দুরবর্তিচর গুলির অধিকাংশ এলাকায় পানি উঠে গেছে। আবহাওয়া অধিদপ্তর থেকে ১০ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। নদী উত্তাল থাকায় জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী মাইকিং অব্যাহত আছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় চরফ্যাশনে ১৫৮টি আশ্রয়কেন্দ্র এবং উপজেলা ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচীর আওয়ায় উপজেলার ১৬৫টি ইউনিটে ৩ হাজার ৩০০ স্বেচ্ছাসেবককে প্রস্তত রাখা হয়েছে।

এসএফ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,