For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

Published : Wednesday, 22 May, 2024 at 8:12 PM Count : 181

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ঠাকুরগাঁওয়ে দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলায় চেয়ারম্যান পদে এক লক্ষ ৬ হাজার ৬৫৫ ভোট পেয় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার (মোটরসাইকেল প্রতীক)। তার নিকটত প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান অ্যাড. অরুনাংশু দত্ত টিটো ৯২ হাজার ৪২৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।  

এদিকে ভাইস চেয়ারম্যান পুরুষ আব্দুর রশিদ (টিউবওয়েল প্রতীকে) এক লক্ষ ৫ হাজার ৫০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা পেয়েছেন ৭৩ হাজার ১৮৭ ভোট ও জাহাঙ্গীর আলম পেয়েছেন ২৬ হাজার ৪৪৬ ভোট। 

ভাইস চেয়ারম্যান মহিরা মাসহুরা বেগম হুরা (কলস প্রতীকে) এক লক্ষ ৩ হাজার ৮৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রিয়া আগরওয়ালা পেয়েছেন এক লক্ষ ৩ হাজার ২৩৮ ভোট।

অপরিদকে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে ৪৪ হাজার ২৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব (ঘোড়া প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক পেয়েছেন ৩৪ হাজার ১৮০ ভোট ও সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল কাদের ৩২ হাজার ২৩৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। 
ভাইস চেয়ারম্যান পুরুষ সোহেল রানা (টিউবওয়েল প্রতীকে) ৩৩ হাজার ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. রমজান আলী বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ৩২ হাজার ৮৩ ভোট পেয়েছেন। এছাড়া মো. বাবর আলী চশমা প্রতীকে ১৬ হাজার ৪০৮, দিগেন্দ্রনাথ রায় তালা প্রতীকে ১৫ হাজার ৪৯ ও মো. হযরত আলী টিয়া পাখি প্রতীকে ১১ হাজার ৯৮৫ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. সারমিন আক্তার হাঁস প্রতীকে ৩২ হাজার ৭৪৩ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের ফরিদা ইয়াসমিন ২৯ হাজার ১৭৫ ভোট পেয়েছেন। মোছা. মাহফুজা বেগম কলস প্রতীকে ২৩ হাজার ৬৬৫ ও মোছা. শেফালী বেগম পদ্ম ফুল প্রতীকে ২১ হাজার ৮২৮ ভোট পেয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত দেড়টায় নিজ নিজ উপজেলায় সহকারি রিটার্নিং অফিসাররা ফলাফল ঘোষণা করেছেন। এর আগে ঠাকুরগাঁও সদর ও রাণীশংকৈল উপজেলায় সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ।

বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা মো: মঞ্জুরুল হাসান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

জেলা রিটানিং অফিসের দেয়া তথ্য মতে, দুটি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মিলে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে সদর উপজেলায় চেয়ারম্যান ৪ জন প্রার্থী ও ভাইস চেয়ারম্যান ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এদিকে রাণীশংকৈল উপজেলায় চেয়ারম্যান ৩ জন প্রার্থী ভাইস চেয়ারম্যান ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, সদর উপজেলায় ভোটার ৪ লক্ষ ৮৭ হাজার ১৭৫ জন ও রাণীশংকৈল উপজেলায় ভোটার ১ লক্ষ ৮৩ হাজার ৩৯১ জন। সদর উপজেলায় কেন্দ্র রয়েছে ১৮৫ টি ও রাণীশংকৈল-৬৬টি। এছাড়া ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে ৩১ জন ম্যাজিস্ট্রেট ও ১ হাজার পুলিশ কাজ করছেন। এছাড়াও বিজিবি আনসার সদস্যরাও কাজ করছেন।

এএ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,