For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে জয় পেলেন যারা

Published : Wednesday, 22 May, 2024 at 7:53 PM Count : 295

সুনামগঞ্জের ধর্মপাশায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপের নির্বাচন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৪৩টি কেন্দ্র শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা এক লাখ ৬ হাজার ৫২৫ জন, কাষ্টিং হয়েছে ৫০ হাজার ৫১১ ভোট, বৈধ ভোট ৪৮ হাজার ৯৬১, বাতিল ভোট এক হাজার ৫৫০।
 
এতে ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শামীম আহমেদ মুরাদ ঘোড়া প্রতীকে ১৮ হাজার ৪৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসরিন সুলতানা দিপা আনারস প্রতীকে ১১ হাজার ৪৭২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।  চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৬ জন। 

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এ্যাডভোকেট এ.এইচ.এম. ওয়াসিম উড়োজাহাজ প্রতীকে ১৬ হাজার ৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ফেরদৌসুর রহমান টিউবওয়েল প্রতীকে ১২ হাজার ৪২৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।  এ পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ৬ জন। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনামিকা আক্তার হাঁস প্রতীকে ২৩ হাজার ৬৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইয়াসমিন বৈদ্যুতিক পাখা প্রতীকে ৯ হাজার ২৬২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এ পদে লড়াই করেছেন ৫ জন প্রার্থী। 
ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ৬ষ্ঠ  উপজেলা পরিষদের ২য় ধাপের  নির্বাচনে সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ,  উৎস মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২১শে মে) রাত ১১ টায় প্রাথমিকভাবে বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন।

একে/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,