For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

মনোহরদীতে শিল্পমন্ত্রীর ভাই স্বপন চেয়ারম্যান নির্বাচিত

Published : Wednesday, 22 May, 2024 at 12:37 PM Count : 297

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নরসিংদীমনোহরদী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের নজরুল মজিদ মাহমুদ স্বপন বিপুল ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছোট ভাই ও নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ভোট গণনা শেষে বুধবার দিবাগত রাত ১টার দিকে মনোহরদী উপজেলা পরিষদের সভাকক্ষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাছিবা খান।

মনোহরদী উপজেলা পরিষদে আনারস প্রতীকে নজরুল মজিদ মাহমুদ স্বপন পেয়েছেন ৩৩ হাজার ৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক নিয়ে মো. ফজলুল হক পেয়েছেন ১০ হাজার ৯১১ ভোট। হাবিবুর রহমান রঙ্গু টেলিফোন প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৪৬৯ ভোট, মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রিয়াশীষ কুমার রায় ভোট পেয়েছেন চার হাজার ৫৮৮ ভোট, হেলিকপ্টার প্রতীক নিয়ে মো. মাসুদুর রহমান ভোট দুই হাজার ৯৪৬ পেয়েছেন।

এই উপজেলায় বেসরকারি ভাবে ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীক নিয়ে মো. তৌহিদ সরকার ১৪ হাজার ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল কাদির মৃধা বই প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৪৭৫ ভোট, উড়োজাহাজ প্রতীক নিয়ে ১১ হাজার ৩৪৩ ভোট পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ শফিকুল ইসলাম তালা প্রতীকে ছয় হাজার ২০০ ভোট, মো. মাহমুদুল হাসান টিয়া পাখি প্রতীকে পাঁচ হাজার ৪৬৭ ভোট, দেলোয়ার হোসেন পাবেল টিউবওয়েল প্রতীকে চার হাজার ৭৩৪ ভোট, সৈয়দ মাহমুদ জাহান লিটু চশমা প্রতীকে তিন হাজার ৬১৭ পেয়ে পরাজিত হয়েছেন।
এছাড়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে ২৪ হাজার ৩৭১ ভোট পেয়ে শাহানাজ পারভীন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফরোজা সুলতানা রুবী প্রজাপতি প্রতীকে ১৫ হাজার ৮০৬ ভোট পেয়েছেন, বেদেনা আক্তার কলস প্রতীক নিয়ে আট হাজার ৯৭৭ ভোট, মরিয়ম বেগম ফুটবল প্রতীকে সাত হাজার ৫২৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

একটি পৌরসভা এবং ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত মনোহরদী উপজেলা। এ উপজেলায় নারী-পুরুষ মিলিয়ে দুই লাখ ৮১ হাজার ৩০ ভোটার নিয়ে ১১০টি কেন্দ্রে ভোট প্রদান করেছেন ২৪ দশমিক ৬৯ শতাংশ। এবং বেলাবতে নারী-পুরুষ মিলিয়ে এক লাখ ৬৮ হাজার ১৮৫ ভোটার নিয়ে ৬৩টি কেন্দ্রে ভোট প্রদান করেছেন ৪৩ দশমিক ০৮ শতাংশ।

মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইস চেয়ারম্যান পদে সাত জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

-এইচআর/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,