For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

দশমিনায় ইকবাল হোসেন চেয়ারম্যান নির্বাচিত

Published : Wednesday, 22 May, 2024 at 12:09 PM Count : 535

পটুয়াখালীদশমিনা উপজেলা পরিষদ নির্বাচনে টেলিফোন প্রতীকের প্রার্থী মো. ইকবাল হোসেন ১২ হাজার ১৪১ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বশির উদ্দিন পেয়েছেন ১০ হাজার ৪৮৮ ভোট।

চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল আজীজ দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন সাত হাজার ৪৪১ ভোট।

মঙ্গলবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন। 

এছাড়া, চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সাত হাজার ৬১৬ ভোট, কাপ পিরিচ প্রতীকের আবু বকর সিদ্দিক পাঁচ হাজার ২৫ ভোট, হেলিকপ্টার প্রতীকের মাকসুদুর রহমান দুই হাজার ৭২৮ ভোট, চিংড়ি মাছ প্রতীকের আবু সালেহ ৩২৫ ভোট ও আনারস প্রতীকের এনায়েতুল ইসলাম ৬৪ ভোট পেয়েছেন।
এদিকে, ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে মো. তমিজ উদ্দিন তমান ২১ হাজার ১৯৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মো. নাসির উদ্দিন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৪০৮ ভোট। অপর প্রার্থী মোফাজ্জেল হক তালা প্রতীকে নয় হাজার ৭৯২ ভোট পেয়েছেন।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন্নাহার খান ডলি ৩৩ হাজার ৪৩ ভোট পেয়ে টানা চতুর্থবার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরা বেগম কলস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮১২ ভোট।

সাইফুল ইসলাম বলেন, উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ১৬ হাজার ৪৪ জন। তাদের মধ্যে ৪৭ হাজার ৪১৬ জন ভোটার ভোট দিয়েছেন যা উপজেলার মোট ভোটারের ৪০.৮৬ শতাংশ।

-এসটি/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,