For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

'সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বুয়েটের মতো উদ্যোগ নেয়া দরকার'

Published : Thursday, 16 May, 2024 at 11:39 AM Count : 188

প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আব্দুল নাসের চৌধুরী বলেছেন, বুয়েটে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ) গঠনের মাধ্যমে ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে সম্পর্ক স্থাপন করে গবেষণায় ও উদ্ভাবনে যে অভাবনীয় পরিবর্তন নিয়ে এসেছে সেটা প্রশংসার দাবীদার। দেশের অন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠানেও বুয়েটের মতো উদ্যোগ নেয়া দরকার। 

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইসিই ভবনের ৮ম তলায় রাইজের সভাকক্ষে বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ) এর উদ্যোগে রিসার্চ অ্যান্ড ইনোভেশন: ইন্ডাস্ট্রি নিডস অ্যান্ড পার্সপেকটিভ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, এর পাশাপাশি ইনোভেশনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর এ ক্ষেত্রে সরকার, ইন্ডাস্ট্রি, ব্যবসায়ী সংগঠন ও অ্যাকাডেমিয়া সবাইকে একযোগে কাজ করতে হবে। 

তিনি বলেন, বঙ্গবন্ধু ১৯৭২ সালে বলেছিলেন দারিদ্র বিমোচন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না। আর এত বছর পরে বিশ্ব ও জাতিসংঘ বুঝতে পেরেছে দারিদ্র বিমোচন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না। তার জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) “নো প্রোভার্টি, নো হাঙ্গার” যুক্ত করা হয়েছে। 
বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি তপন কান্তি ঘোষ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আশরাফ আহমেদ ও স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফোরকান বিন কাশেম।

সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন রাইজ-এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার। 

এছাড়া আইসিটি ডিভিশনের এটুআই (বাণিজ্যিক কৌশল)-এর প্রধান রেজওয়ানুল হক জামি; ইউএস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. জাকি উজ জামান; বিএইটিই-এর চেয়ারম্যান ও বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এফ এম সাইফুল আমিন এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ প্যানেল ডিসকাশনে অংশ নেন।

বুয়েটের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন পরিদপ্তরের পরিচালকবৃন্দ, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ছাত্র-ছাত্রী ও বিশিষ্টজনরা সেমিনারে উপস্থিত ছিলেন।
 
-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,