For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

পর্দা উঠলো দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসবের

Published : Sunday, 7 April, 2024 at 11:56 AM Count : 1458

চলচ্চিত্র নিয়ে ক্লাব ইচ্ছেডানা ও আদ্যা মা প্রোডাকশনের আয়োজন ‘দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসব’। শনিবার দুপুরে জমকালো আয়োজনে পর্দা উঠেছে উৎসবটির দ্বিতীয় আসরের। ভারতের শিলচরের বঙ্গভবনে আনুষ্ঠানিক ভাবে এর সূচনা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন টালিউড অভিনেতা সৌরভ দাস। উৎসবটির উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রজ্জ্বলন ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। 

এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়, উৎসব চেয়ারপার্সন পরিচালক শর্মিষ্ঠা দেব, পরিচালক রাজদীপ সরকার, অভিনেতা অর্ক প্রভা ভট্টাচার্য, আনুষ্কা চক্রবর্তী প্রমুখ।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন শর্মিষ্ঠা দেব। তিনি বলেন, আমি সবসময় চেয়েছি আমার শিলচর যাতে এগিয়ে যায়, পিছিয়ে যেনো না থাকে। টালিউডের সবাইকে নিয়ে আমাদের এই চলচ্চিত্র উৎসবে বসে ছবি দেখা হোক। নাচ, গান মডেলিং হোক। আমরা যেনো ভালো ভালো বাংলা ছবি দেখতে পারি। আমার পরিচালিত ছবি ‘উদ্বাস্তু’ প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে এই দক্ষিণ অসম চলচ্চিত্র উৎসবে। ছবির সিংহভাগ অভিনেতা-অভিনেত্রী বরাক উপত্যকার। এই ছবি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
উৎসবের প্রথম দিন প্রদর্শিত হয় শর্মিষ্ঠা দেব পরিচালিত ছবি ‘উদ্বাস্তু’। ছবিটি দেশ ভাগের কাহিনী নিয়ে নির্মিত। দেশ ভাগ ও সিলেটের গণভোটের উপর চলচিত্রটি নির্মাণ করা হয়। এরপরে প্রদর্শিত হয় রাজেশ রায় পরিচালিত ছবি ‘মাতৃপক্ষ’, ও অভিজিৎ শ্রীদাস পরিচালিত ছবি ‘বিজয়ার পরে’।

প্রসঙ্গত, গুয়াহাটি ও কলকাতার ১১টি সিনেমা নিয়ে পর্দা উঠলো দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসবের। শনিবার থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এই উৎসবটি চলবে রোববার পর্যন্ত। 

উৎসবের দ্বিতীয় দিন রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ফ্যাশন শো। এতে অর্ধশতাধিক মডেলরা র‌্যাম্পে হাঁটবেন। রয়েছে ছোট সোনামণিদের ফ্যাশন শো। 

-আরএ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,