For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

সীমান্ত হত্যার প্রতিবাদে রাজশাহীতে ‘লাশের মিছিলে’ পুলিশের বাধা

Published : Sunday, 25 February, 2024 at 6:27 PM Count : 187


ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সীমান্ত হত্যা বন্ধ ও মিয়ানমারের আগ্রাসন বন্ধের দাবিতে প্রতীকী লাশের মিছিলসহ সমাবেশ করতে গিয়ে রাজশাহীতে বাধার মুখে পড়েছেন হানিফ বাংলাদেশী। গতকাল রোববার বেলা দেড়টায় রাজশাহী প্রেসক্লাবের সামনে তাঁর এ কর্মসূচি ছিল।

 মো. হানিফ (৪৩) নামের এই ব্যক্তি ঢাকার তোপখানা রোড এলাকার বাসিন্দা। সম্প্রতি কক্সবাজারের টেকনাফ থেকে এ কর্মসূচি শুরু করেছেন। গত বুধবার চাঁপাইনবাবগঞ্জে কর্মসূচি পালনের পর রাজশাহী আসেন। ইতিমধ্যে তিনি দেশের ২২টি জেলায় এ কর্মসূচি পালন করেছেন বলে জানিয়েছেন।

 এর আগে ২০১৯ সালে ঘুষ, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের প্রতিবাদে হানিফ দেশের ৬৪ জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান এবং জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন। তখন থেকে তিনি ‘হানিফ বাংলাদেশী’ নামে পরিচিত।
 রোববার দুপুরে তিনি কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে রাজশাহী প্রেসক্লাবের সমাবেশে প্রতিবাদ সমাবেশ করতে আসেন। এ সময় তাঁদের কাছে কফিনে জড়ানো প্রতীকী লাশ ও হাতে প্ল্যাকার্ড-ফেস্টুন ছিল। একটি ফেস্টুনের নিচে ‘বাংলাদেশ গণশক্তি পার্টি’ লেখা ছিল। হানিফ বাংলাদেশীর এ কর্মসূচি শুরুর আগে থেকেই সেখানে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার হাফিজ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অবস্থান করছিল। হানিফ বাংলাদেশী সমাবেশ শুরু করার পরই পুলিশ তাঁকে বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়।

 পুলিশ জানায়, এ কর্মসূচির জন্য আরএমপির কাছ থেকে আগে অনুমতি গ্রহণের প্রয়োজন ছিল। অনুমতি ছাড়া এ ধরনের সমাবেশ বেআইনি।

 
প্রত্যুত্তরে হানিফ বাংলাদেশী জানান, তিনি রাষ্ট্রবিরোধী কোনো কর্মসূচি পালন করছেন না। সীমান্ত হত্যা ও মিয়ানমারের আগ্রাসনের প্রতিবাদ জানাচ্ছেন।

হানিফ দাবি করেছেন, তিনি সারা দেশে কর্মসূচি পালন করবেন—এ বিষয়টি পুলিশ সদর দপ্তরকে অবহিত করেছেন। তিনি এ-সংক্রান্ত একটি কাগজও দেখান। এই চিঠিটি তিনি পুলিশ সদর দপ্তরেও দিয়েছেন।


তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অবহিত করে শুধু চিঠি দিলেই হবে না। পুলিশের পক্ষ থেকে তাঁকে অনুমতিপত্রও নিতে হবে। সেটি হানিফের কাছে নেই। অনুমতি থাকলে পুলিশই তাঁকে কর্মসূচি পালনে সহযোগিতা করত।

 একপর্যায়ে পুলিশ তাঁর কয়েকটি প্রতীকী লাশ কেড়ে নেয় এবং তাঁকে স্থান ত্যাগ করতে বাধ্য করে। পরে হানিফ ও তাঁর সঙ্গে আসা কয়েকজন চলে যান।

 এ বিষয়ে আরএমপি’র মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, মহানগর এলাকায় কোনো কর্মসূচি পালন করতে হলে আগে থেকেই আরএমপিকে চিঠি দিয়ে জানাতে হবে এবং অনুমতি নিতে হবে। হানিফ তাঁর কর্মসূচির জন্য এসবের কিছুই করেননি। আরএমপির অনুমতি ছাড়া যেকোনো সমাবেশ অবৈধ। এ কারণে তাঁর কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে।

এফএ/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,