For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

বিচার বিভাগকে ডিজিটালাইজেশন করা হবে: আইনমন্ত্রী

Published : Sunday, 25 February, 2024 at 5:52 PM Count : 182


আইনমন্ত্রী অনিসুল হক বলেছেন, আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচার বিভাগকে আরও আধুনিকায়ন ও ডিজিটালাইজেশন করা হবে। বর্তমান বিশ্বায়নের যুগে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিচার বিভাগের উন্নয়নে বদ্ধ পরিকর, এজন্য অভীষ্ট লক্ষ্যে পৌছাতে ২ হাজার ২শ কোটি টাকার একটি ই-জুডিশিয়াল প্রকল্প গ্রহণ করা হয়েছে।

রোববার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্মিত ১২ তলা ফাউন্ডেশনের ৮ তলা বিশিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার। এ সময় আরও বক্তব্য রাখেন- শ ম রেজাউল করিম এমপি ও মহিউদ্দিন মহারাজ এমপি, বক্তব্য রাখেন-ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুকতাদির আলম, জেলা প্রশাসক মোহম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, জেলা বারের সভাপতি খান মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এমডি আউয়াল ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।
এ সময় একজন অতিথির দাবির উত্তরে মন্ত্রী বলেন, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির ভবন সম্প্রসারণ ও অন্যান্য সুবিধাদি বৃদ্ধিকল্পে একটি পরিকল্পনা তার মন্ত্রণালয়ে পাঠালে তা অবশ্যই বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ মার্চ পিরোজপুরে এক সরকারি সফরে এসে বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেছিলেন।

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,