For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

জামদানি শাড়ির পর এবার সুন্দরবনের মধুর জিআই স্বত্ব পেল ভারত

Published : Saturday, 10 February, 2024 at 12:25 PM Count : 533

জামদানি শাড়ির পর এবার সুন্দরবনের মধুর ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বত্ব পেল ভারত। সুন্দরবনের আয়তন ও মধু উৎপাদন সবই বাংলাদেশ অংশে বেশি। তারপরও নিজেদের পণ্য হিসেবে মধুর আর্ন্তজাতিক জিআই সনদ পেল ভারত। 

এদিকে, জিআই সনদের বিষয়ে কিছুই জানে না বাংলাদেশ বন বিভাগ। এ নিয়ে চরম ক্ষুব্দ সুন্দরবন থেকে মধু আহরণ ও বিপণনের সঙ্গে জড়িতরা। 

তারা বলছেন, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বহীনতার কারণে পিছিয়ে পড়েছে বাংলাদেশ, আর ভারত একক ভাবে হাতিয়ে নিয়েছে মধুর জিআই সনদ।

সুন্দরবনের মোট আয়তন ১০ হাজার বর্গ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশের বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা অংশে রয়েছে ছয় হাজার ৫১৭ বর্গ কিলোমিটার অথাৎ মোট আয়তনের ৬৬ ভাগ। আর তিন হাজার ৪৮৩ বর্গ কিলোমিটার পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায়। যা মোট আয়তনের ৩৪ ভাগ। বাংলাদেশ অংশে প্রতি বছর মধু আহরণ হয় প্রায় ৩০০ মেট্রিক টন। আর ভারতে গত সাত বছরে গড়ে ১৫৭ মেট্রিক টন। সব বিবেচনায় বাংলাদেশ এগিয়ে থাকলেও ভারতের পশ্চিমবঙ্গের বন উন্নয়ন কর্পোরেশনের আবেদনের প্রেক্ষিতে জিআই পণ্য হিসেবে মধুর আন্তর্জাতিক সনদ পেয়েছে ভারত।
বনের আয়তন ও মধু আহরণে পিছিয়ে থাকলেও ভারত জিআই সনদ পাওয়ায় ক্ষুব্দ বাংলাদেশের মধু আহরণ ও বিপণনের সঙ্গে জড়িতরা। 

মোংলা জয়মনি এলাকার বাসিন্দা মো. ফেরদাউসসহ আরও অনেকে বলেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে গহীন বনে গিয়ে মধু আহরণ করি। যা থেকে বন বিভাগের রাজ্বস্ব দিয়ে আমরা কিছু টাকা উপার্জন করি। তবে মধুর ন্যায্যমূল্য আমরা পাইনা। জিআই সনদ বাংলাদেশের পাওয়া গেলে আর্ন্তজাতিক বাজারে বাংলাদেশের পণ্য হিসেবে রপ্তানি হলে আমরা আরও বেশি মূল্য পেতাম।

মোংলা উপজেলা কৃষক লীগের সভাপতি মো. শাজাহান ছিদ্দিকি বলেন, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বহীনতার কারণে পিছিয়ে পড়েছে বাংলাদেশ, আর ভারত একক ভাবে হাতিয়ে নিয়েছে মধুর জিআই সনদ। তাই যারা দায়িত্ব অবহেলা করেছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোন।

সুন্দরবন খুলনা বিভাগের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, জিআই সনদ সম্পর্কে আমাদের কিছু জানা নেই।

বাংলাদেশ আবেদন করেছে কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংশ্লিষ্ট দপ্তর হয়তো বলতে পারবে।

জিআই সনদ নেওয়ার উদ্দেশ্য হলো আর্ন্তজাতিক মহলে পণ্যের ব্র্যান্ডিং, যা থাকলে ক্রেতারা সহজে বিশ্বাস করে এটি আসল পণ্য। তাই বাংলাদেশ সুন্দরবনের মধুর জিআই সনদ পাওয়ার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাি দাবি এ খাত সংশ্লিষ্টদের। 

-জেইউ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,