For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ৫২ পদ শূন্য

Published : Saturday, 10 February, 2024 at 11:44 AM Count : 211

নওগাঁপোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে অর্ধশতাধিক পদ শূন্য। মঞ্জুরীকৃত পদের ৫২ জন কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য থাকায় স্বাস্থ্যসেবা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। 

এতে স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে রোগীরা যেমন সাধারণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে তেমনই স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে মঞ্জুরীকৃত পদ সংখ্যা ১৪২টি। এতে বিভিন্ন পদে কর্মরত রয়েছেন ৯০ জন। পদশূন্য রয়েছে ৫২টি। যা মঞ্জুরীকৃত পদের ৩৭ শতাংশ।

শূন্য পদগুলো হলো- জুুনিয়র কনসালটেন্ট (মেডিসিন)-১, জুুনিয়র কনসালটেন্ট (শিশু)-১, জুুনিয়র কনসালটেন্ট (চক্ষু)-১, জুুনিয়র কনসালটেন্ট (ইমনিটি)-১, জুুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন)-১, জুুনিয়র কনসালটেন্ট (কার্ডিও)-১, আবাসিক মেডিকেল অফিসার-১, ইমার্জেন্সি মেডিকেল অফিসার-১, মেডিকেল অফিসার (ইনডোর)-১, সহকারি ডেন্টাল সার্জন-১, মেডিকেল অফিসার (আয়ুর্বেদিক)-১, প্যাথলোজিস্ট-১, এ্যানেসথেশিওলজিস্ট-১, ডাটা এন্ট্রি অপারেটর/পরিসংখ্যানবিদ-১, মেডিকেল টেকনোলজিস্ট (ডন্টাল)-১, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার-২, ভান্ডার রক্ষক-১, জুনিয়র মেকানিক্স-১, ড্রাইভার-১ কম্পিউটার অপারেটর-২, ক্যাশিয়ার-১, স্বাস্থ্য পরিদর্শক-১, স্বাস্থ্য শিক্ষাবিদ-১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-২, স্বাস্থ্য সহকারী-৪, অফিস সহায়ক-৬, নার্সিং সুপারভইজার-১, সহকারী নার্স-১, ওয়ার্ড বয়-১, আয়া-১, মালী-১ ও পরিচ্ছন্নতাকর্মী-৫।
অপরদিকে, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর মধ্যে পদ খালি আছে- শাহ্ পোরশা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার-১, নিতপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার-১, নোনাহার ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার-১, ঘাটনগর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে সহকারী সার্জন-১ ও  উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার-১।

শুন্য পদগুলোতে জনবল পদায়ন করলে এ উপজেলার জনগণ শতভাগ স্বাস্থ্য সেবা পাবে বলে অনেকে মনে করছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করছেন অনেকে।

পোরশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌফিক রেজা জানান, বর্তমান সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছেন। এর মধ্যে এই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের কিছুপদ শুন্য রয়েছে আর এ কারণে প্রশাসনিক কাজে এবং চিকিৎসা সেবায় কিছুটা অসুবিধা হচ্ছে। আমাদের এ অসুবিধার কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জন বরাবর পত্র দেওয়া হয়েছে। আশা করি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি মনে করছেন।

-এমআর/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,