For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

নাটোর-৪: ক্ষমা চাইলেন নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান

Published : Thursday, 28 December, 2023 at 3:02 PM Count : 223

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ট্রাক প্রতীকে ভোট চাইলে, পিছমোড়া করে বেঁধে রাখার নির্দেশ দেওয়ার ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে দুঃখ প্রকাশ করেছেন নাটোর-৪ আসনের নৌকা প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী। 

বুধবার স্বশরীরে উপস্থিত হয়ে কমিটির কাছে লিখিত জবাব দেন এই প্রার্থী।

এই আসনে মোট আট প্রার্থী মাঠে থাকলেও প্রকৃতপক্ষে নৌকার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন। 

এর আগে রোববার রাতে বড়াইগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৎস্যজীবী পাড়ায় আয়োজিত নির্বাচনী সভায় স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকে ভোট না দেওয়ার হুমকি দেন। এ সময় তিনি বলেন, কোনো নৌকার মেম্বার, চেয়ারম্যান এসে ট্রাক মার্কার ভোট চাইলে তাদের পিছমোড়া করে বেঁধে রাখবেন। কারণ মেম্বার, চেয়ারম্যান নৌকা নিয়ে নির্বাচিত হয়েছে। তাদের নৌকার বাইরে যাওয়ার সুযোগ নেই। 
নির্বাচনী সভায় দেওয়া ওই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ২৫ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে আসে। পরে ২৬ ডিসেম্বর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জবাব দিতে বুধবার অনুসন্ধান কমিটির কাছে স্বশরীরে হাজির হন এই প্রার্থী।

নির্বাচন অনুসন্ধানী কমিটির সহকারী জজ আরিফুল ইসলাম বলেন, কারণ দর্শানোর লিখিত জবাব দিয়েছেন নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান। জবাবে তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন।

সিদ্দিকুর রহমান পাটোয়ারী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। চলতি বছরের শেষের দিকে নাটোর-৪ আসনের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) উপনির্বাচনে নৌকা নিয়ে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারও আওয়ামী লীগ তাকেই দলীয় প্রতীক নৌকা দিয়েছে। 

নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী মুঠোফোন রিসিভ না করায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন মুঠোফোন জানান, তিনি জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন। ভোটার উপস্থিতি বাড়াতে তারা নিরলস ভাবে গণসংযোগ করছেন। অথচ নৌকার প্রার্থী বিভিন্ন ভাবে হুমকি দিয়ে চলেছেন। এর আগেও সিদ্দিকুর রহমানের লোকজন তার কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছেন। এ ব্যাপারে মামলা চলমান রয়েছে। আমার পক্ষে গণজোয়ার দেখে তার সমর্থকরা একের পর এক অফিস বন্ধ, পোস্টার ছেঁড়া, গালমন্দ করছেন। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে জননেত্রী শেখ হাসিনার কথামতো নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে নেতাকর্মীদের নিয়ে মাঠে রয়েছি। 

-এমএ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,