For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

লালমনিরহাটে সরবরাহ বাড়ার সাথে কমছে শীতের সবজির দাম, স্বস্তিতে ক্রেতা

Published : Monday, 4 December, 2023 at 6:24 PM Count : 153


লালমনিরহাটের স্থানীয় কাঁচাবাজারগুলোয় প্রতিদিনই বাড়ছে শীতকালীন সবজির সরবরাহ। আর তাতে কমতে শুরু করেছে সবজির দাম। সপ্তাহ ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দামই কমেছে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত। এতে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা।

সোমবার জেলা শহরের সেনামৈত্রী হকার্স মার্কেট, নবাবেরহাট, গোশালা বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্রতি কেজি পটোল ৩০ থেকে ৪০ টাকা, পুরাতন আলু ৫০ টাকা, নতুন আলু ৭০ থেকে ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, বেগুন ৩০ থেকে ৩৫ টাকা, করলা ৪০ টাকা, মুলা ১০ টাকা, শসা ৩০ টাকা, পেঁয়াজপাতা ৪০ টাকা, পেঁয়াজ ৯০ থেকে ১১০ টাকা, শিম ৩০ থেকে ৩৫ টাকা, ফুলকপি ৪০ থেকে ৪৫ টাকা, বাঁধাকপি প্রতি পিস ২৫ থেকে ৩৫ টাকা, বিক্রি হচ্ছে।
আর প্রতি পিস লাউ ৪০ থেকে ৫০ টাকায় এবং মুলা শাক, পালং শাক ১০ থেকে ১৫ টাকা এবং লাউ শাক ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, এসব সবজি গত ১৫ দিন আগেও বিক্রি হয়েছে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেশি দামে। কিন্তু এখন আগের চেয়ে সরবরাহ বেশি হওয়ায় সব ধরনের সবজির দাম প্রতিদিনই কমছে। ফলে ক্রেতারাও বেশি করে কিনছেন এসব সবজি।

সেনামৈত্রী হকার্স মার্কেটের সবজি দোকানদার রুহুল আমিন বলেন, এখন শীতের সময়। আড়তে যেমন সবজি বেশি বেশি আসছে তেমন করে দামও কমছে শীতের সবজির।

একই বাজারের আরেক সবজি বিক্রেতা নয়ন মিয়া বলেন, দুই সপ্তাহ আগেও নতুন আলু খুচরা বিক্রি করেছি ১১০ থেকে ১২০ টাকা প্রতি কেজি, এখন তা বিক্রি করছি ৮০ টাকায়। একইভাবে মুলা বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকা কেজি, বর্তমানে সেই মুলা ১০ টাকা কেজি।

নবাবেরহাটের সবজি বিক্রেতা আলম মিয়া বলেন, গত সপ্তাহে বেগুনের কেজি ছিল ৫০ টাকা, এখন তা ৩০ টাকা।

গোশালা বাজারের সবজির আড়তদার আলমগীর হোসেন জানান, আশেপাশের সবজি চাষীরা সাতসকালে তাঁদের সবজি বস্তায় ভরে নিয়ে আসেন। যারা প্রথম প্রথম দুই তিন বস্তা বেগুন আনতো তাঁরা এখন দশ বস্তা পর্যন্ত বেগুন আনছেন। সব ধরনের সবজিই বাজারে আগের চেয়ে বেশি আসছে। তিনি আরও বলেন, মূলত শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে। আগামী সপ্তাহে সব ধরনের শাক-সবজির দাম আরও কমবে বলে মনে হচ্ছে।

ক্রেতারা বলছেন, সাধারণ আমাদের দেশে শীতের সময় সবজির দাম কম থাকে। শীত আসতে শুরু করায় বাজারে স্বস্তি ফিরেছে। দাম কমছে প্রায় সব ধরনের সবজির।

খোরশেদ নামে এক ক্রেতা জানান, কিছুদিন আগেও ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায়নি। এখন শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় কমতে শুরু করেছে দাম। তবে টমেটোসহ দু-একটি সবজির দাম এখনও উল্লেখযোগ্য হারে কমেনি।

আরেক ক্রেতা আজিজুল জানান, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম ১০ থেকে ১৫ টাকা কমেছে। তবে সবজির দাম সামনে আরও কমবে বলে মনে হচ্ছে। সবজির দাম কমায় স্বস্তিতে আমাদের মতো সাধারণ ক্রেতারা।

জেলা মার্কেটিং অফিসার নাসিরুদ্দিন আহমেদ বলেন, আমরা প্রতিদিনই বাজারে জিনিসপত্রের দাম মনিটরিং করছি। বিশেষ করে কাঁচাবাজারগুলোয় যাচ্ছি বাজারদর নিয়ন্ত্রণে থাকছে কিনা তা দেখতে।  এ জেলার কৃষকদের বড় একটি অংশ শীতকালীন সবজির উৎপাদক। প্রতি বছর শীতের এই সময়টায় বাজারে সবজির সরবরাহ বাড়তে শুরু করে।  সামনে সরবরাহ আরও বাড়বে এবং তখন সবজির দাম আরও কমবে।

এমএস/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,