For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

কিশোরগঞ্জের ৬টি আসনে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল

Published : Monday, 4 December, 2023 at 6:09 PM Count : 226


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে মনোনয়ন পত্র যাচাই বাছাই কালে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এ নিশ্চিত করেন। 

যাদের মনোনয়নপত্র বাতিল করা হয় তাদের হলফনামায় মামলা ও ঋণের তথ্য গোপন, দাখিলকৃত ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করেন বলেন জানান।
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে সৈয়দ সাফায়েতুল ইসলাম (স্বতন্ত্র), শরীফ আহমদ সাদী (স্বতন্ত্র) ও মোঃ আবুল কাশেম (বাংলাদেশ কংগ্রেস)। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান রঞ্জন (স্বতন্ত্র), মোঃ আশরাফ আলী (গণতন্ত্রী পার্টি) ও মো. আহসান উল্লাহ (তৃণমূল বিএনপি)। 

কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে মনোয়নপত্র জমা দিয়েছেন মো. নাসিরুল ইসলাম খান আওলাদ (আওয়ামী লীগ), মো. রুবেল মিয়া (স্বতন্ত্র), মো. গোলাম কবির ভ‚ঞা (স্বতন্ত্র) ও শামীম আহমদ (স্বতন্ত্র)। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে মাওলানা শেরজাহান মোমেন (ইসলামী ঐক্যজোট)। 

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে সুব্রত পাল (স্বতন্ত্র)। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মো. শাহাবুদ্দীন (স্বতন্ত্র) ও মোহাম্মদ আয়ুব হুসেন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট) তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

এবিএম/এমবি


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,