For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

সিরাজগঞ্জে ৬ টি আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ৪৩ জন

Published : Friday, 1 December, 2023 at 1:03 PM Count : 236


আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিন বৃহস্পতিবার জেলার ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র পত্র জমা দিয়েছেন ৪৩ জন। 

জেলা নির্বাচন কর্মকর্তাশহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জ-১ (সদরের ৫ ইউনিয়ন ও কাজিপুর) আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন এবং তাদের সবাই জমা দিয়েছেন।

প্রার্থীরা হলেন, প্রকৌশলী তানভির শাকিল জয় এমপি (আওয়ামী লীগ), গোলাম মোস্তফা তালুকদার (স্বতন্ত্র-আওয়ামী লীগ),মো. রেজাউল করিম (জাকের পার্টি), মোহাম্মদ জহুরুল ইসলাম (জাতীয় পার্টি), সবুজ আলী (বিএনএম),সাইফুল ইসলাম (জাসদ) ও শফিকুল ইসলাম (এনপিপি) সিরাজগঞ্জ-২ (সদরের ৫ ইউনিয়ন ও কামারখন্দ) আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করে পাঁচজন জমা দিয়েছেন ।
প্রার্থীরা হলেন, ড.জান্নাত আরা তালুকদার হেনরী (আওয়ামী লীগ), মো. আব্দুর রুবেল সরকার (জাকের পার্টি),আমিনুল ইসলাম ঝন্টু (জাতীয় পার্টি), সাদকাত হোসেন খান (ওয়ার্কার্স পার্টি) ও সোহেল রানা (তৃণমূল বিএনপি)। এ আসনে মনোনয়নপত্র উত্তোলন করলেও জমা দেননি বর্তমান এমপি ডা. হাবিবে মিল্লাত ।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন উত্তোলন করেন সবাই জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন, ডা. আব্দুল আজিজ (আওয়ামী লীগ), শরিফুল আলম খন্দকার (স্বতন্ত্র-আওয়ামী লীগ), সাখাওয়াত হোসেন সুইট (স্বতন্ত্র-আওয়ামী লীগ), স্বপন কুমার রায় (স্বতন্ত্র-আওয়ামী লীগ), আব্দুল হালিম খান দুলাল (স্বতন্ত্র-আওয়ামী লীগ), নুরুল ইসলাম প্রামাণিক (মুক্তিজোট), আলমগীর হোসেন (জাকের পার্টি), মোজাফফর হোসেন (স্বতন্ত্র), নুরুল ইসলাম (স্বতন্ত্র), গোলাম মোস্তফা
(বিএনএম) ও জাকির হোসেন (জাতীয় পার্টি)।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ছয়জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ দিনে জমা দিয়েছেন চারজন। এরা হলেন, শফিকুল ইসলাম শফি (আওয়ামী লীগ), আবদুল্লাহ আল হাসেম (জাতীয় পার্টি), হিলটন প্রামাণিক (জাতীয় পার্টি) ও মোস্তফা কামাল বকুল (জাসদ)। আসনটিতে পিপলস পার্টির মুকুল হোসেন ও বিকল্পধারার আইনুল হক মনোনয়ন জমা দেননি।

সিরাজগঞ্জ ৫ (বেলকুচি-চৌহালী) আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে সবাই জমা দিয়েছেন। এরা হলেন, বর্তমান সংসদস সদস্য আব্দুল মোমিন মন্ডল (আওয়ামী লীগ), আব্দুল লতিফ বিশ্বাস (স্বতন্ত্র-আওয়ামী লীগ), এবং তার মেয়ের জামাই নুরুল ইসলাম সাজেদুল (স্বতন্ত্র-আওয়ামী লীগ), আব্দুল্লাহ আল মামুন (স্বতন্ত্র-বিএনপি), ফজলুল হক (জাতীয় পার্টি), নাজমুল হক (কৃষক শ্রমিক জনতা লীগ) ও আব্দুল হাকিম (বিএনএম)।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১১ জন মনোনয়নপত্র উত্তোলন করলেও জমা দিয়েছেন নয় প্রার্থী। প্রার্থীরা হলেন, চয়ন ইসলাম (আওয়ামী লীগ), হালিমুল হক মীরু (স্বতন্ত্র-আওয়ামী লীগ), মোজাম্মেল হক (জাসদ),মোকতার হোসেন (জাতীয় পার্টি), তারিকুল ইসলাম (তৃণমূল বিএনপি), রেজাউল করিম বিপ্লব (জাকের পার্টি), রেজাউর রশিদ খান (ওয়ার্কার্স পার্টি), কাজী মো. আল-আমিন (বাংলাদেশ সুপ্রিম পার্টি) ও মোহাম্মদ আলী (বিএনএম)। মনোনয়ন জমা দেননি স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির ও সানোয়ার হোসেন।

এবি/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,