For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে

Published : Sunday, 5 November, 2023 at 12:54 PM Count : 350


লক্ষ্মীপুর-৩ সদর আসনের উপনির্বাচনে ভোট গ্রহন রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। ভোটগ্রহন চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এতে চারজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের গোলাম ফারুক পিংকু, জাপা থেকে লাঙ্গল প্রতীকের রাকিব হোসেন, জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীকের প্রার্থী সামছুল করিম খোকন এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে আম প্রতীকের সেলিম মাহমুদ ।

আসনটিতে মোট ভোটার হচ্ছে চার লাখ ৩৭ হাজার ৭৪৪ ভোট। এতে নারী ভোটার সংখ্যা এক লাখ ৯৪ হাজার ৬৪৮ এবং পুরুষ ভোটার দুই লাখ ৯০ হাজার ৯৬জন। এক’শ ১৫ টি কেন্দ্রের মাধ্যমে ভোটাররা তাঁদের ভোটারধিকার প্রয়োগ করবেন। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আন্ছার ব্যাটলিয়নসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ১৫জন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ১৫টি স্ট্রাইকিং ফোর্স এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে ভ্রাম্যমান আদালত গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ছয় প্লাটুন বিজিবি, ৯৫০জন পুলিশ এবং ১০ হাজার ৪৮৫ জন আন্সার। যে কোনো অপ্রতিকর পরিস্থিতি এড়াতে এ সব আইন শৃংখলা বাহিনী তৎপর রয়েছে। যে কোনো অপ্রতিকর পরিস্থিতি এড়াতে এ সব আইন শৃংখলা বাহিনী তৎপর রয়েছে।

সরে জমিন ঘুরে দেখা গেছে, পৌর শহীদ স্মৃতি একাডেমী কেন্দ্রে নারী এবং পুরুষ ভোটারের উপস্থিতি বেশ সন্তোষজনক। তবে সরকারী বালিকা বিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির হার কম লক্ষ্য করা গেছে। তবে ভোটার বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে স্থানীয় ভোটাররা এবং নেতৃবৃন্দরা জানিয়েছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ৩০ সেপটেম্বর লক্ষ্মীপুর-৩ সদর আসনের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রবীন রাজনীতিবিধ একেএম শাহজাহান কামাল বার্ধক্য জনিত কারনে মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন। এদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক পিংকু বলেছেন, ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি প্রমান করেছে এ সরকারের অধীনে নিরপেক্ষ ও সুশৃংখল ভোট হতে পারে এটিই তার প্রমান। তবে তিনি আশাবাদী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকার মাঝি হিসেবে তিনি বিজয়ী হবেন। এদিকে জাপা লাঙ্গনের রাকিব হোসেন এবং জাকের পার্টি প্রার্থী সামছুল করিম খোকন থেকে বেলা সাড়ে ১১টায় পর্যন্ত ভোটের ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। সংবিধানের বাধ্যবাধকতায় উক্ত আসনে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

      
এমইউ/এমবি


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,