For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ডেঙ্গুতে মৃত্যু ৬

Published : Sunday, 29 October, 2023 at 10:30 PM Count : 162



ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা পর্যন্ত) ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অক্টোবর মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৪ জনে। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট মারা গেছেন ১ হাজার ৩৩৩ জন। 

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, এক দিনে আরও ১ হাজার ৮১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪৬৩ জন। চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৬৭ হাজার ৬৮০ জন। এর মধ্যে রাজধানীতে ৯৮ হাজার ৩৮২ জন এবং ঢাকার বাইরে ভর্তি হন ১ লাখ ৬৯ হাজার ২৯৮ জন। মৃত ১ হাজার ৩৩৩ জনের মধ্যে ৭৫৮ জন নারী এবং ৫৭৫ জন পুরুষ। ৮০৫ জন রাজধানীতে এবং ৫২৮ জন বাইরে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ৮০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৮৮৪ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৯১৯ জন। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ২ লাখ ৫৯ হাজার ৫৪৪ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,