For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

জয়পুরহাটে ট্রেন থেকে ফেন্সিডিলসহ ৪ নারী মাদক কারবারি আটক

Published : Tuesday, 17 October, 2023 at 10:53 AM Count : 245


জয়পুরহাটে ঢাকাগামী আন্ত:নগর ট্রেনে অভিনব কায়দায় বডি ফিটিংয়ের মাধ্যমে বহন করা ১৩৮ বোতল ফেন্সিডিলসহ চার মহিলা মাদককারবারীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় তাদেরকে আটক করে র‌্যাব জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।  

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান,  স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা মঙ্গলবার রাত সাড়ে ১২ টার সময়  জয়পুরহাট রেলস্টেশনে ঢাকাগামী আন্ত:নগর নীলসাগর ট্রেনে মাদক বিরোধী অভিযান চালায়। 
এ সময় বডিফিটিং অবস্থায় ১৩৮ বোতল ফেন্সিডিলসহ মহিলা মাদক কারবারি  আনোয়ারা বেগম (৪৪),  মনোয়ারা বেগম(৩৬), মেরিনা (৪৬) ও ইতি (২৭) কে  আটক করা হয়।  

র‌্যাব জানায়, র‌্যাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের  বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিলাহাটি হতে ঢাকাগামী নীলসাগর আন্ত:নগর ট্রেনে কতিপয় মহিলা মাদককারবারী বিশেষ বডি ফিটিংয়ের মাধ্যমে অবৈধভাবে মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে ঢাকা যাচ্ছে এমন খবরের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রেল স্টেশনে  অবস্থান নেয়। 

ট্রেনটি জয়পুরহাট স্টেশনে পৌছালে স্টেশন মাস্টারকে ট্রেনটি তল্লাশির বিষয়ে অবগত করে ট্রেনের একটি কামরা তল্লাশী কালে চার মহিলা ট্রেনের বগি হতে কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় এক নং প্লাট ফর্মের দক্ষিণ পাশে মসজিদের সামনে নারী পুলিশের সহায়তায় তাদেরকে আটক করা হয়। 

উপস্থিত সাক্ষী ও নারী পুলিশের সহায়তায় তাদের দেহ তল্লাশীকালে ১৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং ওই ৪ মহিলা মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব ৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।  

আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী সান্তাহার রেলওয়ে  থানায়  মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

এসআই/এমবি


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,