For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

বগুড়ায় ভারী বৃষ্টিপাতে মরিচের চারার ক্ষতি, বিপাকে কৃষক

Published : Tuesday, 10 October, 2023 at 10:35 AM Count : 274


গত কয়েকদিনের অবিরাম ভারী বৃষ্টিপাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার শাহানগর নাসারী পল্লী চারা ও জেলার বিভিন্ন উপজেলার ক্ষেতের মরিচের ব্যাপক  ক্ষতি হয়েছে। 

নার্সারীর বেড বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় বিরাট ধাক্কা লেগেছে মরিচ উৎপাদনে। দেখা দিয়েছে মরিচের চারা সংকট। এর আগে এক দফা গ্রীস্মের দাবদাহে শাজাহানপুরে ২ শতাধিক নার্সারীর মরিচে, বেগুন, টমোটোসহ নানা ফসলের চারা নষ্ট হয়েছে। এবার ২ অক্টোবর থেকে গত ৬ দিনে প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানায় জেলা আবহাওয়া অধিদপ্তর।

এবার  নার্সারীর বেডের মধ্যে বৃষ্টি পানি শ্যালো মেশিন ও আইল কেটে পানি বের করে দেয়ায় বেশ কিছু মরিচের চারা রক্ষা করতে সক্ষম হয়েছে নার্সারী মালিকর।তবে এর আগে যে সব জমিতে মরিচ চাষ কৃষক রোপন করেছিল  সেই সব মরিচের চারা  বৃষ্টির পানিতে তলিয়ে যাওযায় কৃষকরা ক্ষতির সম্মুখিন হয়েছে। গ্রীষ্মকালে অধিক তাপমাত্র ও সম্প্রতি অতি বর্ষণে (নার্সারীছাড়া) জেলায় ৪০ শতাংশ ক্ষেতের মরিচের চারা  নষ্ট হয়েছে বলে জানান .জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবর রহমান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-সহকারি  কৃষি অফিসার আব্দুস সোবহান জানান, জেলার শাহানগর জেলায় এবার ৭৫০ হেক্টর জমিতে   ৯ হাজার  ৭৫০ মেট্রিকটন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়। এদিকে নার্সারী পল্লী শাহানগরে মরিচের চারার বেডে প্রবেশ করা বৃষ্টির পানি রাত -দিন পরিশ্রম করে নার্সারীর মালিকরা শ্যালো, চারার বেডের আইল কেটে দিয়ে বৃষ্টির পানি বের করে অনেক চারা  রক্ষা করতে পেরেছে বলে জানান শাহানগর  নার্সারী মালিক সমিতির সভাপতি আমজাদ হোসেন। তবে যেসব কৃষক নার্সারী থেকেচারা সংগ্রহ করে জমিতে মরিচের চারা রোপন করেছিল ভারী বর্ষনে তা তলিয়ে গেছে।

তিনি আরো জানান, সমিতির পক্ষথেকে ক্ষতি গ্রস্থ নার্সারী মালিকদের বিনা মূল্যে  বীজ সরবরাহ  করার উদ্যোগ নিয়েছেন। যাতে শীত কালিন মরিচ চাষের আগে খরিপ-২ মরিচের চারা উৎপাদন করে কৃষকদের হাতে তুলে দিতে পারেন। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে এবার বৃষ্টিতে ক্ষেতে জলাবদ্ধতায়  প্রায় ২৬ হেক্টর জমির মরিচের চারা নষ্ট হয়েছে। 

তারা আরো জানান, বৃষ্টিতে কত টাকার আর্থিক ক্ষতি হয়েছে তার নিরুপন করতে এখনও ৩ দিন সময় লাগবে। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা এ নিয়ে সরেজমিনে কাজ করছেন। আবার যদি বৃষ্টি শুরু হয় তবে মরিচ উৎপাদন ব্যাহত হবে আশংকা নার্সারী মালিকদের।  

প্রতি বছর কোটি কোটি মরিচের চারা  শাহানগর নার্সারী  পল্লী থেকে মরিচের চারা চলে যায় দেশের বিভিন্ন  জেলার প্রত্যন্ত অঞ্চলে ।

এইক্ষতি গ্রস্থ নার্সারী গুলোকে সরকারি প্রনোদনা দেয়ার জন্য কৃষি  মন্ত্রনালয়কে অনুরোধ জানিয়েছেন নার্সারী সমিতি।

এটি/এমবি


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,