For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

শিশু একাডেমি প্রযোজিত নাটক ‘আনন্দ’ মঞ্চস্থ

Published : Monday, 9 October, 2023 at 10:46 AM Count : 154



'বিশ্ব শিশু দিবস’ ও ‘শিশু অধিকার সপ্তাহ ২০২৩’ কর্মসূচির সমাপনী দিনে মঞ্চস্থ হলো শিশু একাডেমি প্রযোজিত নাটক ‘আনন্দ’।

এ নাটকে অভিনয়ের মাধ্যমে প্রায় দুই যুগ পর আবারও মঞ্চে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল আলম সবুজ। ইঁদুর ও শেয়াল চরিত্রে অভিনয় করেছেন শিশু একাডেমি থিয়েটারের প্রশিক্ষণার্থী শিশুশিল্পীরা। এছাড়াও পথশিশু পুনর্বাসন কার্যক্রমের পথশিশুরা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে।
এর আগে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ২ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুহিবুজ্জামান।

শিশুবন্ধু প্রেমা দেওয়ানজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন এবং শিশু প্রতিনিধি আদিবা তাসনিম খান।

বিশিষ্ট ছড়াকার ও শিশু সাহিত্যিক আনজীর লিটন রচিত ‘আনন্দ’ নাটকটির নির্দেশনা দিয়েছেন শিশু একাডেমির নাট্যকলা বিভাগের প্রশিক্ষক মনামী ইসলাম কনক ও মো. মনিরুজ্জামান। কোরিওগ্রাফি করেছেন সঙ্গীতা চৌধুরী।


এমবি


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,