For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ভিসা নীতিতে ক্ষমতাসীনদের মধ্যে আতঙ্কের ছাপ স্পষ্ট: মির্জা ফখরুল

Published : Saturday, 7 October, 2023 at 9:59 PM Count : 296



সরকার পতনে যা কিছু করা দরকার তাই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেছেন, পুরো দেশ দুঃশাসনের মধ্যে পড়েছে। এ থেকে মুক্তি পেতে মার্কিন নিষেধাজ্ঞা, ভিসা নীতির ওপর নির্ভর করলে চলবে না। অবৈধ সরকারকে কেউ সরিয়ে দিতে আসবে না। দেশের জনগণকেই সেটা করতে হবে।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের আয়োজনে শিক্ষক মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। চাকরি জাতীয়করণের দাবিতে এবং শিক্ষক-কর্মচারী নির্যাতন ও চাকরিচ্যুতির প্রতিবাদে এ সমাবেশ হয়।

মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতাসীনরা ভালো কথা, শান্তির কথা শুনছে না। চোরা শুনে না ধর্মের কাহিনি। কথা শোনানোর জন্য যা কিছু দরকার তাই করতে হবে। দানবীয় সরকারের হাত থেকে দেশকে রক্ষার জন্য সমগ্র জাতিকে এগিয়ে আসতে হবে, সকল মানুষকে রাজপথে সোচ্চার হতে হবে।’ 

বিএনপি মহাসচিব বলেন, ‘ভিসা নীতির কারণে ক্ষমতাসীনদের মধ্যে আতঙ্কের ছাপ স্পষ্ট হচ্ছে। যারা দুর্নীতি করেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করেছে, বিচারক হয়ে দলীয়ভাবে বিচার করছে তারা সবাই এখন আতঙ্কিত। সবচেয়ে বেশি আতঙ্কের ছাপ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মুখে। রং হেডেড পারসন আরও রং হেডেড হয়ে গেছেন। রং হেডেড পারসন যদি আরও রং হেডেড হয়, তাকে কী বলে? উন্মাদ।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘অনেক কষ্ট দিয়েছেন মানুষকে। আর নয়, এখনও সময় আছে মানে মানে বিদায় হোন। যে অপকর্ম করেছেন, এর জবাবদিহি হয়তো একসময় করতে হবে। তার আগেই যদি সসম্মানে বিদায় হতে চান তাহলে এখনও সময় আছে। ডিগবাজি খেয়ে কোনো লাভ নাই। রাজনৈতিকভাবে আপনার সময় শেষ হয়ে গেছে। মানে মানে কেটে না পড়লে জনগণ ক্ষমা করবে না।’ 

শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে ও শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের নেতারা এতে বক্তব্য দেন।

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,