For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

আশুলিয়ায় পানিতে দাঁড়িয়ে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

Published : Saturday, 7 October, 2023 at 9:50 PM Count : 177

টানা বৃষ্টিতে সড়কে পানি জমে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন, নিরাপদে কর্মস্থলে যাতায়াত ব্যবস্থার দাবিতে ময়লা পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। 

শনিবার দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের ইউনিক এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করেন।
  
আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা বলেন, সামান্য বৃষ্টি হলেই সাভার-আশুলিয়ার বিভিন্ন অঞ্চল পানিতে তলিয়ে যায়। এতে ভোগান্তিতে পড়তে হয় শ্রমজীবিসহ সাধারন মানুষসহ সর্বস্তরের এলাকাবাসীকে। প্রতিনিয়ত বৃষ্টির পানি সড়কে জমে থাকায় অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। তাই দ্রুত এই পরিস্থিতি নিরসন, জলাবদ্ধাতা মুক্ত আশুলিয়ার দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগীরা। 

এসময় সড়কে জমে থাকা পানিতে দাঁড়িয়ে মানববন্ধনে অংশগ্রহন করেন ২৫টি শ্রমিক সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী।
মানববন্ধনে অংশ নিয়ে গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন বলেন, আশুলিয়ার গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। শ্রমিকেরা যাতায়াতে ভোগান্তির শিকার হন। সড়কে হাঁটু পর্যন্ত পানি জমায় সময়মতো তাঁরা কর্মক্ষেত্রে পৌঁছাতে পারেন না। প্রশাসনের কাছে বারবার বলার পরও তারা দৃশ্যমান কোনো সমাধান দিতে পারেনি। অপরিকল্পিতভাবে কারখানা ও বসতবাড়ি করার কারণে এবং নয়নজুলি খাল ভরাট করে ফেলার কারণে এখানে কৃত্রিম বন্যা হয়ে যায়। তাই এই সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাসের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমন সিকদার বলেন, ড্রেনের অব্যবস্থাপনার কারণে আশুলিয়ায় সব সময় কৃত্রিম বন্যা পরিস্থিতির তৈরী হয়। ফলে নোংরা পানি দিয়ে শ্রমিকদের চলাচল করতে গিয়ে নানা রকম চর্মরোগে আক্রান্ত হন। 

এ জন্য সরকারের কাছে দাবি জানান, যাতে দ্রুত এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও বলেন, সড়কের জলাবদ্ধতার প্রধান কারণ খাল বন্ধ, অবৈধ দখল ও নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা। এ সমস্যা সমাধানে সরকারকে খাল খনন, অবৈধ দখল উচ্ছেদ, এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা জলবদ্ধতা মুক্ত সড়ক চাই। যেই সড়ক দিয়ে শ্রমিকরা নিরাপদে কর্মস্থলে যাতায়াত করতে পারবে। আমরা জলবদ্ধতার দুর্ভোগ চাই না। তাই সরকারের কাছে আমাদের দাবি আমরা এই ধরণের দুর্ভোগ থেকে মুক্তি চাই।

এসময় আরও উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মাহাবুব আলম, গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের সাভার আশুলিয়া কমিটির সাধারণ সম্পাদক শেখ আল মামুন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু ব্যাপারী প্রমুখ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারের টানা বৃষ্টিতে তলিয়ে যায় ঢাকার উপকন্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক। এই সড়কের জামগড়া, শিমুলতলা, ইউনিক ও বাইপাইল অঞ্চলে জমেছে হাটু সমান পানি, কোথাও কোথাও কোমড় সমান। এতে করে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

ওএফ/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,