For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দাঙ্গা রোধে পুলিশসহ সবাইকে সতর্ক থাকার আহবান

Published : Friday, 6 October, 2023 at 2:54 PM Count : 691


জাতীয় নির্বাচনকে সামনে রেখে পূজা মণ্ডপগুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দাঙ্গা রোধে পুলিশসহ সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) আলবেলি আফিফা।

বৃহস্পতিবার বিকেলে কোটালীপাড়া উপজেলার ভাংগারহাট শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভায় এই নির্দেশ দেন তিনি।

এসপি আলবেলি আফিফা বলেন, জাতীয় নির্বাচন আসন্ন। নির্বাচন পূর্ব পরিবেশ অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক গোষ্ঠী সক্রিয়। শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পূজা। পূজা সফলভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজায় যাতে কোন প্রকার আইনশৃঙ্খলা বিঘ্ন না ঘটে তার জন্য কোটালীপাড়া থানা পুলিশ সার্বক্ষণিক ভাবে কাজ করবে। এছাড়া শান্তিপূর্ণ পূজা উদযাপনে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি। 
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা পূজা উদয়াপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, কোটালীপাড়া উপজেলায় ব্যক্তিগতসহ ৩৪৫টি পূজা মণ্ডপ রয়েছে। পূজার সময় প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা, মণ্ডপে বখাটে ও মাদক রোধে কঠোর ব্যবস্থা, দেবী বিসর্জন এবং বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন পুলিশ সুপার (এসপি)। এছাড়া মণ্ডপগুলোতে পর্যাপ্ত বিদ্যুত সরবরাহ ও মেডিকেল টিম প্রস্তুত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।



এএন/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,