For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

সেতু ডেবে যাওয়ায় কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কে সরাসরি যানচলাচল বন্ধ

Published : Wednesday, 27 September, 2023 at 6:02 PM Count : 305


মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নে চৈত্রঘাট এলাকায় ধলাই নদীর উপর বেইলি সেতুটির মধ্যবর্তী খুটি আকস্মিকভাবে ডেবে যাওয়ায় কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কে সরাসরি যানচলাচল বন্ধ রয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যা থেকে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ করে দেয় সড়ক ও জনপথ বিভাগ।

মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো.জিয়া উদ্দিনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট সকলকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। 
যান চলাচল নিষিদ্ধ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তির অনুলিপি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

তবে,ধলাই সেতুর খুটি ডেবে যাওয়ার ঘটনায় প্রতিনিয়ত ড্রেজার মেশিন দিয়ে সেতুর কাছ থেকে নদীর বালু উত্তোলন করাকে দায়ী করছেন স্থানীয়রা।
 
সেতু দিয়ে যান চলাচল বন্ধ করায় ভোগান্তিতে পড়েছেন কমলগঞ্জের নয়টি ইউনিয়নের বাসিন্দাসহ কয়েক হাজার মানুষ। কমলগঞ্জ থেকে জেলা সদর মৌলভীবাজার যাতায়াতের এটিই সহজ সরাসরি সড়ক। এখন কমলগঞ্জে অফিসগামী মানুষজন,শিক্ষার্থী, আইনজীবী,ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষজনকে বিকল্প পথে বেশ কয়েক কিলোমিটার ঘুরে কালেঙ্গা হয়ে মৌলভীবাজার যেতে হচ্ছে। এতে অতিরিক্ত সময় ও ভাড়া গুনতে হচ্ছে।

উল্লেখ্য, প্রায় ৮ মাস আগে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের চৈত্রঘাট এলাকায় ধলাই সেতু এলাকায় প্রতিরক্ষা বাঁধ ধেবে সাথ সাথে পাকা আরসিসি খুটি ধেবে গিয়েছিল। এরপর সড়ক জনপথ বিভাগ পরপর দুইবার এ পথে যানবাহন বন্ধ রেখে ক্ষতিগ্রস্ত এলাকায় একটি বেইলি সেতু স্হাপন করা হয়েছিল। অতিরিক্ত যানবাহন চলাচলে ও সেতুর খুব কাছ থেকে বালু উত্তোলন করায় এখন আবার সেতুর খুটি ধেবে গেছে।

মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন বলেন, ‘সেতুটি অনেক পুরাতন। এর আগে হঠাৎ করে মাটি ধ্বসে যাওয়ার কারণে সেতুর এপ্রোচ মেরামত করা হয়। মঙ্গলবার হঠাৎ সেতুটির মধ্যবর্তী পিলার আকস্মিকভাবে দেবে যায়। তাই জরুরি ভিত্তিতে এ সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রেখে সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই আপাতত সকল প্রকার যানবাহন বিকল্প পথে মৌলভীবাজার চলাচল করতে নির্দেশ দেওয়া হয়।’

এসএস/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,