For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুকে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন প্রয়োগের অভিযোগ

Published : Wednesday, 27 September, 2023 at 2:50 PM Count : 300

বরগুনাবেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেটের পীড়ায় আক্রান্ত এক শিশুকে মেয়াদোত্তীর্ণ হওয়া ইনজেকশন প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে ঘটনাটি জানাজানি হয়। 

ভুক্তভোগী রায়হান হোসেন (১৫) উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর ছোপখালী গ্রামের রাসেল হাওলাদারের ছেলে। 

রায়হানের মামা আব্দুল রাজ্জাক বলেন, 'পেটের পীড়ার কারণে আমার বোনের ছেলে রায়হান গত রোববার (২৪ সেপ্টেম্বর) থেকে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। চেকআপের পর চিকিৎসক জানান- রোগীর লিভারে ইনফেকশন হয়েছে। এ জন্য গত সোমবার রোগীকে তিনটি ইনজেকশন দেয়া। কিন্তু তারপরও রায়হানের ব্যাথা কমছিল না। এরপর মঙ্গলবার তাকে আরও দুটি ইনজেকশন দেওয়া হয়।'
তিনি বলেন, 'আমি ওইদিন সন্ধ্যায় হাসপাতালে গেলে আমার বোন জানায় রায়হানের শরীরে জ্বালাপোড়া করছে। তখন আমি ইনজেকশনের বোতল চেক করে দেখি ইনজেকশনের মেয়াদ নেই। পাঁচ মাস আগেই এগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। বিষয়টি নার্সদের জানালে তারা বলে ইনজেকশনের ডেট না থাকলে কিছু হয় না। এরপর তারা ইনজেকশনের তিনটা বোতল নিয়ে যায়।'

ভুল স্বীকার করে কর্তব্যরত নার্স মানসুরা ইয়াসমিন বলেন, 'হাসপাতালে অনেক রোগী ভর্তি থাকায় তাড়াহুড়ো করে ভুলবসত ইনজেকশনটি দেওয়া হয়েছে। আমাদের ষ্টোর ইনচার্জ ইনজেকশনটি ষ্টোর থেকে এনে মহিলা ওয়ার্ডের পাশে রেখেছিলেন। আমি ওখান থেকে নিয়ে পুশ করেছি।'

ষ্টোর ইনচার্জ মোসা. সালমা বলেন, 'আমি দুপুরে ডিউটি শেষে বাসায় চলে যাই। ইনজেকশনটি মানসুরা নামে এক সেবিকা পুশ করেছেন। তবে ইনজেকশনটি পুরোটা দেওয়া হয়নি। আমার ষ্টোরে মেয়াদোত্তীর্ণ কোন ওষুধ নেই। সে ইনজেকশনটি কোথায় পেয়েছে আমি জানি না।'

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর বলেন, 'মেয়াদোত্তীর্ণ ওষুধ কিভাবে এলো তা তদন্ত করা হচ্ছে। তদন্তে যার দায়িত্বে অবহেলার প্রমাণ মিলবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের ঘটনা যেন পরবর্তী সময়ে না ঘটে তার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

-আরএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,