For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

গোপালগঞ্জে শ্রেষ্ঠ কোটালীপাড়ার ইউএনও ফেরদৌস ওয়াহিদ

Published : Monday, 25 September, 2023 at 10:43 PM Count : 830

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় চলতি বছর গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত ও জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পাওয়ার গৌরব অর্জন করেছেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ।

সোমবার জেলা শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৩৩তম বিসিএস প্রশাসন সার্ভিসের সদস্য, ফেরদৌস ওয়াহিদের বাড়ি শরিয়তপুর জেলায়।

জানা যায়, ২০২১ সালে ১৩ জুলাই কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন ফেরদৌস ওয়াহিদ। এরপর থেকে প্রশাসনের সুষ্ঠু তত্ত্বাবধান ও উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন তিনি।
ফেরদৌস ওয়াহিদ যোগদানের পর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। শিক্ষা ক্ষেত্রে নানা পদক্ষেপেও তার ভূমিকা অপরিসীম। প্রাথমিক শিক্ষায় বিভিন্ন ধরনের পরিবর্তন এনেছেন। কোমলমতি শিশুদের ফুটবল ও কারাতে প্রশিক্ষণের সু-ব্যাবস্থা করেছেন। প্রাথমিক বিদ্যালয়ে গড় উপস্থিতির হার বেড়েছে। 

ইউএনও ফেরদৌস ওয়াহিদ অবজারভারকে বলেন, কোটালীপাড়ায় যোগদানের পর থেকেই উপজেলাবাসীর সহযোগিতা পেয়েছি। সব কর্মকাণ্ডে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সহযোগিতা করেছেন। এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আমরা বাংলাদেশ পেয়েছি। আজ আমি এই বাংলাদেশের একজন সরকারি কর্মচারী। যার জন্য আমরা বাংলাদেশ পেয়েছি তার জন্মস্থান পূণ্যভূমিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক এ উপজেলাবাসীর জন্য কাজ করে যাবো।

-এটি/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,