For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ভাঙ্গা সেতুতে চলাচলে দুর্ভোগ

Published : Monday, 25 September, 2023 at 8:11 PM Count : 1191

শেরপুরেনালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া শান্তির মোড় এলাকার ভেদরকোনা পাহাড়ি ঝর্ণার উপর নির্মিত ভাঙ্গা সেতু মেরামত না করায় চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন তিন গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামের হাজার হাজার মানুষ। তাই যাতায়াতে দুর্ভোগ লাগবে দ্রুত ওই স্থানে একটি নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, ওই রাস্তা দিয়ে বারমারী বাজার থেকে আন্ধারুপাড়া বুরুঙ্গা শান্তির মোড় হয়ে খলাচান্দা ক্ষদ্র নৃ-গোষ্ঠীর কোচপাড়া গ্রামে প্রতিদিন চলাচল করেন শত শত মানুষ ও ছোট-বড় যানবাহন। এছাড়া ব্রিজ সংলগ্ন মসজিদে নামাজ আদায় করতে আসেন গ্রামের মুসল্লীরা। ভেদরকোনা পাহাড়ি ঝর্ণার উপর প্রায় দুই যুগ আগে যাতায়াতের গুরুত্ব বিবেচনা করে ওই রাস্তায় একটি ব্রিজ নির্মাণ করে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। দীর্ঘদিন যাবৎ বারমারী, খলচান্দা ও আন্ধারুপাড়াসহ আশপাশের গ্রামের মানুষ ওই ব্রিজের উপর দিয়ে চলাচল করে আসছিল।

গত কয়েক বছর যাবৎ পাশের প্রবাহিত চেল্লাখালি নদীর শান্তির মোড় থেকে উত্তর আন্ধারুপাড়া গ্রামের ট্রাকভর্তি ইজারাকৃত বালু ওই ব্রিজের উপর দিয়ে পরিবহন করা হচ্ছিল। অধিক ওজনের বালুভর্তি ট্রাক চলাচল করায় প্রায় দুই বছর আগে ট্রাকসহ ধ্বসে পড়ে ব্রিজটি। এমতাবস্থায় স্থানীয় উদ্যোগে মেরামত করে কোনো রকমে চলাচল করছিল গ্রামবাসী। কিন্তু সম্প্রতি পাহাড়ি ঢলের খরস্রোতে ক্ষতিগ্রস্ত ওই সেতু সম্পূর্ণ ভাবে ধ্বসে পড়ে। এতে চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন যাতায়াতকারীরা।

আন্ধারুপাড়া গ্রামের বাসিন্দা দুলাল মিয়া বলেন, খলচান্দা কোচপাড়া ও বারমারী বাজারের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল শান্তির মোড়ের এই ব্রিজটি। কিছুদিন আমরা ভাঙ্গা ব্রিজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেছি। 
ঈমান আলী বলেন, বর্তমানে ব্রিজটি ধ্বসে পড়ায় আমাদের চলাচলে খুব অসুবিধা হচ্ছে। তাই সরকারের কাছে দাবি জানাই সরকার যেন দ্রুত সময়ের মধ্যে এখানে নতুন করে একটি পাকা ব্রিজ নির্মাণ করে দেয়।

আন্ধারুপাড়া গ্রামের ইউপি সদস্য হজরত আলী বলেন, শান্তির মোড় এলাকার ভাঙ্গা ব্রিজটির বিষয়ে উপজেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তারা উদ্যোগ নিলেই ওই সড়কে নতুন ব্রিজ নির্মাণ করা হবে। 

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হান্নান বলেন, পোড়াগাঁও ইউনিয়নের শান্তির মোড় এলাকার ভাঙ্গা ব্রিজটি নতুন ভাবে আরসিসি গাডার ব্রিজ নির্মাণ করার লক্ষ্যে প্রায় দেড় বছর আগে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রস্তাবনা অনুমোদনের মাধ্যমে খুব শিঘ্রই দরপত্র আহ্বান করে নতুন ব্রিজ নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

-এমএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,