For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

বাউফলে ব্যবসায়ীকে জেলে পাঠানোর হুমকি দিলেন ওসি

Published : Thursday, 21 September, 2023 at 6:04 PM Count : 199

পটুয়াখালীর বাউফল থানার ওসি আরিচুল হকের বিরুদ্ধে এক ব্যবসায়ী ও তার ছেলেকে থানায় ডেকে নিয়ে চাঁদাবাজির মামলায় আসামী করে জেল হাজতে পাঠানোর হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যবসায়ী বর্তমানে পরিবার নিয়ে আতংকে দিন কাটাচ্ছেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যবসায়ী মো. মোসলেম উদ্দিন আকন বাউফল পৌর শহরের উপজেলা পরিষদের সামনে স্বপরিবারের বসবাস করছেন এবং বাসার সামনে রেষ্টুরেন্ট ব্যবসা করছেন। দীর্ঘদিন থেকে মোসলেম উদ্দিনের সঙ্গে তার ভাই বাছেত আকনের জমির সীমানা নিয়ে বিরোধ চলছে। 

মোসলেম আকন বলেন, বুধবার (২০ সেপ্টেম্বর) তার ভাই বাছেত আকন ও ভাতিজি বদরুন্নাহার দাশপাড়া মৌজার জেএল নং ১২৩ খতিয়ান নং ১২৯ ও ১৬৯ নং দাগে তার ১ শতাংশ জমি জোর পূর্বক দখল করে বাথরুম, পানির লাইন ও এসির পানির লাইন নির্মাণের চেষ্টা করলে তিনি ও তার ছেলে নাজমুল বাঁধা দেন। পরে বাছেত আকন থানায় গিয়ে মোসলেম আকনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এরপর বাউফল থানার ওসি আরিচুল হক বুধবার রাতে মোসলেম আকন ও তার ছেলে নাজমুলকে খবর দিয়ে থানায় নিয়ে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার নির্দেশ দেন। এর ব্যতয় ঘটলে বাবা ও ছেলেকে চাঁদাবাজি মামলার আসামী করে জেল হাজতে পাঠানোর হুমকি দেন। 

অবশ্য হুমকির অভিযোগ অস্বীকার করে বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, ‘আমি এভাবে বলি নাই। বলেছি আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আমি কোর্টে রিপোর্ট (প্রসিকিউশন) দাখিল করলে আপনার দৌঁড় ঝাপের মধ্যে থাকতে হবে।’
এএস  


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,