For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

চাকরি করছেন এক নামে বেতন তুলছেন আরেক নামে

Published : Wednesday, 20 September, 2023 at 6:48 PM Count : 875


বরগুনার পাথরঘাটা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে মহরার পদে আক্তার জাহান রুমি নামে এক নারী চাকরি করলেও তিনি চাকরির শুরু থেকে বেতন তুলছেন মোসা. রুমি নামে। 

ওই নারী মহরার এর আগেও পাথরঘাটা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে নকল নবিশ পদে কর্মরত ছিলেন। পরবর্তীতে মহরার পদে পদোন্নতি পেলেও আক্তার জাহান রুমি ও মোসা. রুমি নাম নিয়ে বিভ্রান্তি রয়েই গেছে।

পাথরঘাটা সাব-রেজিস্ট্রার কার্যালয় ও পাথরঘাটা উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় সূত্রে জানা গেছে, আক্তার জাহান রুমি মহরার পদে ২০১৪ সালের ৪ মার্চ বরগুনার আমতলী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যোগদান করেন। এর আগে তিনি পাথরঘাটা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে নকল নবিশ পদে কর্মরত ছিলেন। 
তবে পাথরঘাটা সাব-রেজিস্ট্রার কার্যালয় আক্তার জাহান রুমি’র নথিপত্রের সঙ্গে পাথরঘাটা উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের নথিপত্রে গড়মিল রয়েছে। 

পাথরঘাটা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের নথিপত্রে তার নাম আক্তার জাহান রুমি রয়েছে। অন্য দিকে পাথরঘাটা উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের নথিপত্রে তার নাম মোসা. রুমি ও জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৭৯ আছে। তাই পাথরঘাটা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আক্তার জাহান রুমি মহরার পদে চাকরি করলেও তিনি পাথরঘাটা উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় থেকে মোসা. রুমি নামে বেতন তুলছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে আক্তার জাহান রুমির মুঠোফোনে কল দেয়া হলে রিসিভ করে গণমাধ্যমকর্মী পরিচয় শুনেই লাইনটি কেটে দেন। পরবর্তীতে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

পাথরঘাটা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা তম্ময় গোস্বামী বলেন, পাথরঘাটা উপজেলা সাব-রেজিস্ট্রারের আইডি থেকে ওই কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের যেভাবে বেতন বিল সাবমিট করা হয় আমরা সেভাবেই বিল জমা দেই। নামে ভিন্নতা থাকলে সেটা পাথরঘাটা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ব্যবস্থা নিবে।

এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা সাব-রেজিস্ট্রার আসিফুল হক শোভন কোন মন্তব্য করতে রাজি হননি। 

বরগুনা জেলা রেজিস্ট্রার সিরাজুল করিম বলেন, আক্তার জাহান রুমির এ বিষয়টি আমিও একটি মাধ্যমে শুনেছি। আক্তার জাহান রুমির চাকরির ক্ষেত্রে কোন জাল জালিয়াতি আছে কিনা এটি তদন্ত করা হবে। তদন্তে জাল জালিয়াতির প্রমান পেলে ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ/এমবি


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,